উৎস কাকে বলে । উৎস বলতে কী বুঝ
উৎস কাকে বলে । উৎস বলতে কী বুঝ |
উৎস কাকে বলে । উৎস বলতে কী বুঝ
- অথবা, উৎসের সংজ্ঞা দাও ।
উত্তর : ভূমিকা : ইতিহাস জানার জন্য আমাদের কোনো না কোনো তথ্যের উপর নির্ভর করতে হয়। সুনির্দিষ্ট তথ্য প্রমাণ ছাড়া কোনো ইতিহাস জানা সম্ভব নয়।
বিভিন্ন মানুষ ও সমাজের ইতিহাস জানতে হলে যেসব তথ্য উপাত্তের ওপর নির্ভর করতে হয়। সেগুলোই উৎস বা উপাদান হিসেবে পরিচিত। আর তাই ইতিহাস রচনার ক্ষেত্রে উৎস বা উপাদান খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
→ উৎস : যেকোনো ইতিহাস রচনার অন্যতম শর্ত হলো উৎস বা উপাদান। আমাদের কাছে যদি পর্যাপ্ত উপাদান না থাকে তাহলে আমরা ইতিহাস রচনা করতে গেলে বাধার সম্মুখীন হব।
কেননা উৎস বা উপাদানের উপর নির্ভর করেই আমরা অতীতের প্রতিচ্ছবি নির্মাণ করতে পারি। ইতিহাস রচনা বিভিন্ন উৎস বা উপকরণের উপর নির্ভরশীল।
আর তাই বিভিন্ন ঐতিহাসিক, প্রত্নতাত্ত্বিক ও গবেষকদের অক্লান্ত পরিশ্রমের ফলে এসব উপকরণগুলো সংগৃহীত হয়েছে।
উৎসসমূহের মধ্যে উল্লেখযোগ্য হলো ঐতিহাসিক দলিল পত্রাদি, শিলালিপি, তাম্রশাসন, জীবনরচিত, মুদ্রা, প্রাচীন গ্রন্থাবলি,দানপত্র, শাসকদের আদেশ, পর্যটকদের ভ্রমণ বৃত্তান্ত, মূর্তি, সৌধ, ভাস্কর্য ইত্যাদি। মূলত প্রাচীন ইতিহাস পুনর্গঠনে এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে কাজ করে।
উপসংহার : পরিশেষে বলা যায় যে, কোনো নির্দিষ্ট উৎস বা উপাদন ছাড়া আমরা যেকোনো ইতিহাস রচনার ক্ষেত্রে ব্যর্থ হব।
তাই কালের পরিক্রমায় যেসব উপকরণ আবিষ্কার হয়েছে সেগুলোর উপর নির্ভর করেই ইতিহাস রচনার ক্ষেত্রে আমরা সফলতা অর্জন করতে পারি।