শাসক হিসেবে মালিক শাহের কৃতিত্ব তুলে ধর
শাসক হিসেবে মালিক শাহের কৃতিত্ব তুলে ধর |
শাসক হিসেবে মালিক শাহের কৃতিত্ব তুলে ধর
- অথবা, মালিক শাহের গুরুত্বপূর্ণ কৃতিত্বসমূহ তুলে ধর।
উত্তর : ভূমিকা ; সেলজুক বংশের সুলতানদের মধ্যে মালিক শাহ ছিলেন সর্বাপেক্ষা ক্ষমতাশালী, সর্বশ্রেষ্ঠ এবং বিখ্যাত শাসনকর্তা। তার রাজত্ব কালের শেষভাগে সেলজুকীয় আধিপতা ও গৌরবে সর্বোচ্চ শিখরে উপনীত হয়।
আড়ম্বর, ঐশ্বর্য ও জনকল্যাণের দিক দিয়ে মালিক শাহের শাসনকাল রোমান অথবা আরব শাসনের শ্রেষ্ঠ যুগের সমকক্ষ ছিল। সেলজুকীয় শাসকদের মধ্যে মালিক শাহের অবদান সবচেয়ে বেশি।
→ মালিক শাহের পরিচয় : মালিক শাহ সেলজুক বংশের অন্যতম শ্রেষ্ঠ শাসক। তিনি তার মূল নাম জালাল আল-দৌলা মালিক বেগ।
তাঁর পিতা ছিলেন সেলজুক সুলতান আলপ আরমান মালিক শাহ ১০৫৫ সালের ৮ আগস্ট ইরানের ইস্পাহানে অনুগ্রহণ করেন।
পিতার মৃত্যুর পর মালিক শাহ সেলজুক শাসক হন। কৃতিত্বের সাথে শাসনকার্য পরিচালনা করে তিনি ১০৯২ সালের ১৯ নভেম্বর মৃত্যুবরণ করেন।
→ মালিক শাহের গুরুত্বপূর্ণ কৃতিত্ব : নিচে মালিক শাহের কৃতিত্ব তুলে ধরা হলো :
১. বিদ্রোহ দমন : মালিক শাহের রাজত্বকালে কয়েকটি বিদ্রোহ দেখা দেয়। তিনি এ সকল বিদ্রোহীদের সাফল্যের সহিত দমন করতে সচেষ্টা হন।
২. রাজ্যের সংহতি বিধান : সুলতান মালিক রাজ্য সম্প্রসারণ অপেক্ষা রাজ্যের সংহতি বিধানে বেশি মনোযোগী হন। তিনি সুসংহতকরণ এবং শান্তিপূর্ণভাবে শাসনামাল পরিচালনা করে রাজো সুখ, শান্তি ও শৃঙ্খলা বৃদ্ধির চেষ্টা করেন।
৩. বাইজান্টাইনদের উপর প্রভুত্ব বিস্তার : সুলতান মালিক শাহ রোমের (এশিয়া মাইনার) সামন্ত রাজা সুলাইমানের কারিবার সীমান্ত পর্যন্ত সেলজুক রাজ্যবিস্তার করেন এবং অনেকগুলো দ্বীপ দখল করেন।
৪. সিয়ামতনামা রচনা : উজির নিজামুল মুলকের | সিয়াসতনামা রাজ্য শাসন প্রণালির উপর লিখিত একটি গবেষণামূলক রচনা বলে মনে করা হয়। সুলতান মালিক শাহের অনুরোধে এ গ্রন্থ ১০৯২ খ্রিস্টাব্দে সম্পাদিত হয়।
৫. বিভিন্ন জনকল্যাণমূলক পদক্ষেপ : মালিক শাহ ছিলেন। এক জনকল্যাণমূলক প্রজারঞ্জক শাসক। হারুন অর-রশিদ ও মামুনের মতো তিনি সওদাগর ও মুসাফিরদের নিরাপত্তার জন্য বাণিজ্য ও হজযাত্রার পথের পার্শ্বেও প্রহরীগৃহ নির্মাণ করেন ।
উপসংহার : পরিশেষে বলা যায় যে, সেলজুক সুলতান আসলে একজন প্রজারঞ্জক, জনহৈতিষী ন্যায়পরায়ণ শাসক ছিলেন। তাই পি. কে. হিট্টি বলেন, “মালিক শাহের রাজত্বকাল সেলজুক ক্ষমতা সর্বোচ্চ বিন্দুতে উপনীত হয়।'