সালাহউদ্দিন আইয়ুবী কিভাবে ক্ষমতায় অধিষ্ঠিত হন
সালাহউদ্দিন আইয়ুবী কিভাবে ক্ষমতায় অধিষ্ঠিত হন |
সালাহউদ্দিন আইয়ুবী কিভাবে ক্ষমতায় অধিষ্ঠিত হন
- অথবা, সালাহউদ্দিন আইয়ুবীর ক্ষমতা লাভের প্রেক্ষাপট তুলে ধর।
উত্তর : দ্বাদশ শতাব্দীতে সুলতান সালাহউদ্দিন আইয়ুবীর উত্থান মুসলমানদের জন্য আশীর্বাদ। তিনি ইসলামের ইতিহাসের এক গুরুত্বপূর্ণ স্থানে অধিষ্ঠিত রয়েছেন।
দ্বাদশ শতাব্দীতে বিভিন্ন অভিযান প্রেরণ করে তিনি ক্রুসেডারদের পরাজিত করেন। ক্রুসেডারদের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি মুসলমানদের গৌরব ফিরিয়ে আনতে সক্ষম হন।
→ সালাহউদ্দিন আইয়ুবী ক্ষমতা আসার প্রেক্ষাপট : সালাহউদ্দিন আইয়ুবী ক্ষমতা আসার প্রেক্ষাপট নিয়ে আলোচনা করা হলো।
১. উজির শাওয়ারের ক্ষমতা কুক্ষিগত ও প্ররোচনা : ১১৬৩ সালে ফাতেমীয় খলিফা আল আদিদ মারাত্মক অসুস্থতায় ভোগেন। এ সময় উজির শাওয়ার রাজবংশের ক্ষমতা কুক্ষিগত করেন।
এ সময় ক্রুসেডারগণ মিশর আক্রমণ করে এবং তারা ফাতেমীয় বংশকে নির্মূলের চেষ্টা চালায় ও তাতে সফল হয়।
২. খলিফা আনিসের আবেদন : ফাতেমীয় খলিফা আল আসিদ ক্রুসেডারদের দমনে নুরুদ্দীন জঙ্গীর সাহায্য চান। এতে মুরুদ্দিন সম্মত হন। শিরকুহকে সাহায্যে পাঠানো হয়। শিরকুহের সাথে তার ভাইয়ের সাথে সালাউদ্দীন আইয়ূবীও সেখানে যান।
৩. মিশর গমন : ১১৬৯ সালে মিশরের প্রধানমন্ত্রী ও সেনানায়ক শিরকুহ মৃত্যুবরণ করলে ফাতেমীয় খলিফা আল আদিদ তাকে মালিক উন-নাসির (বিজয়ী রাজা) উপাধি দিয়ে শিরকুহের স্থলাভিষিক্ত করেন।
৪. সার্বভৌমত্ব লাভ : ১১৭১ খ্রিস্টাব্দে খলিফা আল আদিদ মৃত্যুবরণ করলে সালাহউদ্দিন স্বীয় সার্বভৌমত্ব লাভ করেন।
৫. স্বাধীনতা ঘোষণা : ইমাম নুরউদ্দিন জাহি ১১৭৪ সালে মৃত্যুবরণ করলে সালাহউদ্দিন আইয়ুবী নিজেকে স্বাধীন বলে ঘোষণা করেন।
তিনি কায়রোতে রাজধানী স্থাপন করেন। সালাহউদ্দিন স্বাধীন আইয়ুবী বংশ প্রতিষ্ঠা করে সিরিয়া ও ইরাকে অধিপত্য বিস্তার করেন।
৩. সুলতান সালাহউদ্দিন মর্যাদা : ১১৭৫ খ্রিস্টাব্দে আব্বাসীয় খলিফা আল মুখতানির সালাহউদ্দিকে মিশর, আল মাগরিব নুবিয়া পশ্চিম আরব, ফিলিস্তিন ও মধ্য সিরিয়ার আধিপত্যের স্বীকৃতি সেন, এভাবে তিনি সুলতান সালাহউদ্দিন মর্যাদা লাভ করেন।
উপসংহার : পরিশেষে বলা যায় যে, নিজের নিরলস প্রচেষ্টার কারণে সুলতান সালাহউদ্দিন আয়ুবী একটি বৃহৎ রাজবংশ প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিলেন।
ইসলামের গৌরব ফিরিয়ে আনতে তার অবদান অপরিসীম। তিনি তার নিজ যোগ্যতা বলে সুকৌশলে একের পর এক বিভিন্ন রাজ্য জয় করতে সক্ষম হন এবং আইয়ুবী প্রতিষ্ঠা করতে সক্ষম হন।