প্রাচীনকালে বঙ্গদেশে বিরাজমান নদীসমূহ আলোচনা কর
প্রাচীনকালে বঙ্গদেশে বিরাজমান নদীসমূহ আলোচনা কর |
প্রাচীনকালে বঙ্গদেশে বিরাজমান নদীসমূহ আলোচনা কর
- অথবা, প্রাচীনকালে বঙ্গদেশে বিরাজমান নদীগুলোর বিবরণ দাও ।
উত্তর : ভূমিকা : বাংলাদেশ নদীমাতৃক দেশ। সবুজ-শ্যামল এ বাংলার বুক চিরে হাজারো ছোট বড় নদী ও তাদের শাখা- প্রশাখা প্রবাহিত হয়েছে। এ নদীগুলোই বাংলার প্রাণ।
এরাই বাংলাকে গড়েছে, যুগে যুগে বাংলার আকৃতি ও প্রকৃতি নির্ণয় করে, বাংলাকে সৌন্দর্যমণ্ডিত করেছে। আর তাই নদীমাতৃক বাংলাদেশে নদীর প্রভাব অপরিসীম ।
→ প্রাচীন বাংলার নদ-নদী : বাংলার ইতিহাস মূলত নদীর ইতিহাস।
নিচে প্রাচীন বাংলার নদ-নদীগুলোর পরিচয় বর্ণনা করা হলো :
১. গঙ্গা : বাংলার নদ-নদীর মধ্যে গঙ্গাই প্রধান। রাজমহল পাহাড়ের উত্তর-পশ্চিমে তেলিয়াপড় ও সিক্রিগলি সংকীর্ণ গিরিপথেই উত্তর ভারত থেকে গঙ্গা বাংলায় প্রবেশ করেছে।
গঙ্গার প্রধান দুটি প্রবাহ হচ্ছে পূর্ব-দক্ষিণগামী নাম পদ্মা অন্যটি সোজা দক্ষিণমুখী নাম ভাগীরথি । মাথাভাঙ্গা, নব-গঙ্গা, তিস্তা পদ্মার শাখা নদী ।
২. ব্রহ্মপুত্র : বাংলার নদীসমূহের মধ্যে দ্বিতীয় প্রধান প্রবাহ ব্রহ্মপুত্র। এটি বাংলার উত্তর-পূর্ব ও পূর্বাঞ্চলের মধ্যে দিয়ে প্রবাহিত।
তিব্বতের মানসসরোবর থেকে উৎপত্তি হয়ে প্রথমে পূর্বদিকে এবং দক্ষিণদিকে বাক নিয়ে আসামে প্রবেশ করেছে। অতঃপর রংপুর ও কুচবিহারে সীমান্ত দিয়ে বাংলায় প্রবেশ করেছে ।
৩. মেঘনা : বাংলার পূর্বাঞ্চলের প্রধান নদীপ্রবাহ মেঘনা। গঙ্গা-পদ্মা বা ব্রহ্মপুত্রের তুলনায় মেঘনা ছোট নদী। খাসিয়া জয়ন্তিকা শৈলমালা থেকে মেঘনার উদ্ভব।
উত্তর প্রবাহে এর নাম সুরমা। চতুর্দশ শতাব্দীর মাঝামাঝি ইবনে বতুতা সোনারগাঁ থেকে এ নদীপথে সিলেট আসেন। তাঁর বর্ণনায় মেঘনার দুইতীরে ঘনবসতিময় হাট-বাজারের উল্লেখ আছে।
→ অপ্রধান নদ-নদীসমূহ : প্রাচীন বাংলার প্রধান নদীসমূহের বিবরণের পর আঞ্চলিক নদীসমূহের সংক্ষিপ্ত উল্লেখ অপ্রাসঙ্গিক নয় ।
নিচে সংক্ষেপে আঞ্চলিক নদীসমূহের দেওয়া হল হলো :
১. তিস্তা : উত্তর বাংলার সুগঠিত ভূভাগে বেশ কয়েকটি নদীর অস্তিত্ব বিদ্যমান। এদের মধ্যে তিস্তা অন্যতম। ভুটান সীমান্তের উত্তরে হিমালয় হতে উৎপত্তি হয়ে দার্জিলিং জলপাইগুড়ির ভিতর দিয়ে তিস্তা বাংলাদেশে প্রবেশ করেছে।
২. করতোয়া : উত্তর বাংলার সুপ্রাচীন তীর্থ মহিমাখ্যাত পুণ্যতোয়া নদী করতোয়া। বর্তমানে করতোয়া প্রবাহ মৃত বা ক্ষীণ প্রবাহ।
'রামচরিত কাব্য' এবং 'করতোয়া মাহাত্ম্য' গ্রন্থে এ নদীর প্রবাহ ও তীর্থমহিমার কথা বলা হয়েছে। উত্তর বাংলার অন্য দুইটি নাম আত্রাই ও পুনর্ভবা। তাদের অবস্থাও মৃত প্রায় ।
উপসংহার : পরিশেষে, বলা যায় যে, নদী বাংলার ভূ- প্রকৃতির প্রধান বৈশিষ্ট্য। নদীর গতিপথ নিঃসন্দেহে এ অঞ্চলের নিয়ন্ত্রণকারী শক্তি।
প্রাচীন গ্রিক ও ল্যাটিন লিখনিতে গঙ্গার অববাহিকায় যে ‘গঙ্গারিডই' রাজ্যের উল্লেখ পাওয়া যায় তা ‘গঙ্গাহৃদয়' এর রূপান্তর বলে অনুমান করা হয়।