কৌটিল্যের দণ্ডনীতি কি । কৌটিল্যের দণ্ডনীতি বলতে কি বুঝ
কৌটিল্যের দণ্ডনীতি কি । কৌটিল্যের দণ্ডনীতি বলতে কি বুঝ |
কৌটিল্যের দণ্ডনীতি কি । কৌটিল্যের দণ্ডনীতি বলতে কি বুঝ
- অথবা, কৌটিল্যের দণ্ডনীতি সম্পর্কে ধারণা দাও ।
উত্তর : ভূমিকা : তৎকালীন প্রাচীন ভারতের জনক কৌটিল্য ছিলেন অসাধারণ মেধা ও প্রতিভার অধিকারী। তার বিখ্যাত গ্রন্থ হলো অর্থশাস্ত্র। কারণ এ অর্থশাস্ত্রে তিনি রাষ্ট্র পরিচালনার নীতিসমূহ আলোচনা করেছেন।
সেই সাথে দণ্ডনীতিও আলোচনা করেছেন। দণ্ডনীতির মাধ্যমে সমাজে বা রাষ্ট্রে অপরাধ কমানোর জন্য কৌটিল্য অর্থশাস্ত্রে এ বিষয়গুলো অন্তর্ভুক্ত করেছিলেন।
→ দপ্ততত্ত্ব : প্রাচীন ভারতের রাষ্ট্রদর্শনে কৌটিল্যই সর্বপ্রথম বিভিন্নমুখী অপরাধের ব্যাপকভিত্তিক আলোচনা করেন। শাস্তি সম্বলিত তার আলোচনাই দণ্ডনীতি নামে পরিচিত।
স্বাভাবিকভাবে দণ্ড হলো জেল, জরিমানা, শাস্তি ইত্যাদি । অর্থাৎ রাজা তার শাসনকার্য পরিচালনা করতে গিয়ে যেসব শাস্তিমূলক পদক্ষেপ গ্রহণ করবে সেটিই দণ্ডনীতি।
উদ্দেশ্য : স্বাভাবিকভাবে সমাজে বা রাষ্ট্রে অপরাধ ঘটবে এটা স্বাভাবিক। ঠিক তৎকালীন ভারতীয় রাষ্ট্র ব্যবস্থায় অপরাধ সংঘটিত হতো। আর এ অপরাধের মাত্রা কমানো বা দমন করার জন্য কৌটিল্য দণ্ডনীতি রচনা করলেন।
কারণ এর দ্বারা ব্যক্তি, পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠিত করা সম্ভব। দণ্ডনীতির প্রভাবে রাজ্যের প্রচলিত আইন মেনে চলার মনোভাব সকলের মধ্যে সৃষ্টি হয়। সমাজ ও রাষ্ট্রের স্থিতিশীলতা বজায় রাখার জন্য দণ্ডনীতি খুবই গুরুত্বপূর্ণ।
কৌটিল্য তার দণ্ডনীতিকে চারভাগে ভাগ করেছেন। যথা--
(ক) জরিমানা,
(খ) অঙ্গচ্ছেদ,
(গ) কারাবাস ও
(ঘ) মৃত্যুদণ্ড
সুতরাং মৃত্যুদণ্ডনীতিতে শাস্তির বিধানের ক্ষেত্রে যেসব সমস্যার মুখোমুখি হতে হয় তার জন্য আবার সতর্কতার কথা কৌটিল্য উল্লেখ করেন।
১. দণ্ডনীতি হবে অপরাধের মাত্রানুযায়ী
২. দণ্ডনীতির সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে।
৩. দণ্ডনীতিতে শুধুমাত্র দোষী ব্যক্তিকেই শাস্তি দিতে হবে।
তবে একজন রাজা যদি তার সুশাসন দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে পারে তাহলে সে রাষ্ট্রে দণ্ডনীতির 'খুব একটা প্রয়োজন হবে না। এজন্য প্রয়োজন অপরাধ না করার মানসিকতা।
উপসংহার : উপরের আলোচনার শেষে বলা যায় যে, কৌটিল্যের দণ্ডনীতি বিচক্ষণতার সাথে পরিচালিত হলে রাষ্ট্রে কোনো অপরাধ থাকবে না।
যদিও কৌটিল্যের দণ্ডনীতির সাথে আধুনিক দণ্ডনীতির যথেষ্ট অমিল রয়েছে। তার মৃত্যুদণ্ডাদেশ বর্তমান সময়ে অকার্যকর ।
তবুও একথা বলা যায় যে, কৌটিল্যের দণ্ডনীতি সমাজে অপরাধের মাত্রা কমাতে বেশ কার্যকরী ভূমিকা রাখত ।