খলিফা আল মুসতানসির কে ছিলেন । খলিফা আল মুসতানসিরের পরিচয় দও
খলিফা আল মুসতানসির কে ছিলেন । খলিফা আল মুসতানসিরের পরিচয় দও |
খলিফা আল মুসতানসির কে ছিলেন । খলিফা আল মুসতানসিরের পরিচয় দও
উত্তর : ভূমিকা : মিশরে ফাতেমীয় খিলাফত প্রতিষ্ঠার পর যেসব শাসকের আগমন ঘটে, তাদের মধ্যে আল মুসতানসির ছিল অন্যতম। তার শাসনামলে ফাতেমীয় খিলাফত এক উল্লেখযোগ্য অধ্যায় পার করেন।
খলিফা আল মুসতানসিরের পরিচয় : আল মুসতানসির বিল্লাহ ১০২৯ খ্রিস্টাব্দে মিশরে কায়রো নগরীতে জন্মগ্রহণ করেন। তার মূল নাম ছিল আল মুসতানসির বিল্লাহ আহমদ আবুল কাসিম বিন যাহির।
তার পিতার নাম ছিল আল যাহির এবং তার মাতার নাম ছিল রাশাদ। মাত্র ৭ বছর বয়সে আল মুসতানসির ১০৩৬ খ্রিস্টাব্দে ফাতেমীয় সিংহাসনে বসেন এবং মৃত্যুর পূর্ব পর্যন্ত অর্থাৎ ১০৯৪ খ্রিস্টাব্দ পর্যন্ত শাসন ক্ষমতায় ছিলেন।
→ মুসতানসিরের রাজত্বকাল : মুসতানসিরের সেনাপতি ১০৩৮ সালে আলেপ্পো পুনরুদ্ধার করে ফাতেমীয় শাসন প্রতিষ্ঠা করেন। তার শাসনামলে রাক্কা ও ইরানের শাসনকর্তা মুসতানসিরের নামে খুৎবা পাঠ করতেন।
এমনকি তার শাসনামলে গ্রিক ও সেলদুকদের সাথে সন্ধি চুক্তি সম্পাদিত করা হয়। মিশরের নীলনদের পানি হ্রাস ও রাজস্ব কমে রাজ্যে সংকট বৃদ্ধি পেলেও পরবর্তী বছর পানি বৃদ্ধি পেলে তার শাসনামলের সংকট কেটে যায়।
আল মুসতানসির দীর্ঘদীন ক্ষমতায় ছিলেন। তার শাসনামলের শেষ দিকে ফাতেমীয় শক্তি হ্রাস পেতে থাকে এবং ১০৪১ সালে ফাতেমীয়দের পরিবর্তে আব্বাসীয়দের নামে খুত্বা পাঠ শুরু হয়।
দুর্ভিক্ষের কারণে এ খিলাফত আরো বিপর্যন্ত হয়ে পড়ে। তবে বিখ্যাত উজির বদর আল জামালীর দক্ষতায় মিশরে শাস্তি স্থাপিত হয় এবং জেরুজালেম পুনরুদ্ধার হয় ।
উপসংহার : সর্বোপরি বলা যায় যে, সুদীর্ঘ ছয় দশকব্যাপী ফাতেমীয়দের রাজত্ব করে খলিফা আল মুনতাসির এক উল্লেখযোগ্য অধ্যায়ের সৃষ্টি করেন। তার শাসনামলেই ফাতেমীয় খিলাফত পতনের প্রেক্ষাপট রচিত হয়।