হিত্তিনের যুদ্ধ কি । হিত্তিনের যুদ্ধ সম্পর্কে যা জান লিখ
হিত্তিনের যুদ্ধ কি । হিত্তিনের যুদ্ধ সম্পর্কে যা জান লিখ |
হিত্তিনের যুদ্ধ কি । হিত্তিনের যুদ্ধ সম্পর্কে যা জান লিখ
- অথবা, হিত্তিনের যুদ্ধের উপরে একটি টীকা লিখ।
উত্তর : ভূমিকা : সুলতান গাজী সালাহউদ্দিন আইয়ুবী ছিলেন। আইয়ুবী বংশের প্রতিষ্ঠাতা। সালাহউদ্দিনের পিতা নাজিমুদ্দিন আইয়ুবীর-এর নামানুসারে এ বংশের নামকরণ হয় আইয়ুবী বংশ।
সালাহউদ্দিন আইয়ুবীর অন্যতম শ্রেষ্ঠ অবদান ছিল ক্রুসেডারদের ধর্মযুদ্ধের স্পৃহাকে ধ্বংস করা। সালাহউদ্দিনের রাজত্বকালে হিত্তিন নামে একটি বিখ্যাত যুদ্ধ সংঘটিত হয়েছিল।
হিত্তিনের যুদ্ধ : সালাহউদ্দিন টাইবেরিয়াস অধিকারের পর আরও অগ্রসর হলে ১১৮৭ খ্রিস্টাব্দের ৪ জুলাই ফ্রাঙ্ক অধিপতি শালিটন রেজিল্যান্ডের সাথে বিখ্যাত হিত্তিনের যুদ্ধে অবতীর্ণ হন।
এ যুদ্ধে ফ্রাঙ্ক বাহিনী সালাহউদ্দিন আইয়ুবীর নিকট শোচনীয়ভাবে পরাজিত হয়। জেরুজালেমের ল্যাটিন রাজ্যের অধিপতি গীদ্য লুসিনান মুসলমানদের হস্তে বন্দি হইলেও সুলতান তাহার প্রতি সদয় ব্যবহার করেন।
২০ হাজারের মতো সৈন্যবাহিনী সালাউদ্দিনের হাতে বন্দি হন। লুণ্ঠন বৃত্তির অপরাধের এবং সন্ধিচুক্তি অবমাননার দায়ে শত্রুপক্ষের নেতা রেজিল্যাডকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়।
উপসংহার : পরিশেষে বলা যায় যে, হিত্তিনের যুদ্ধে গাজী সালাহউদ্দিনের জয় একটি অবিস্মরণীয় ঘটনা। এ যুদ্ধে জয়ের মাধ্যমে মুসলমানগণ ল্যাটিন রাজ্যের গুরুত্বপূর্ণ এলাকা অধিকার করেন ।