গঙ্গারিডই ও প্রাসীয় জাতি কারা । গঙ্গারিডই ও প্রাসীয় জাতির পরিচয় দাও
গঙ্গারিডই ও প্রাসীয় জাতি কারা । গঙ্গারিডই ও প্রাসীয় জাতির পরিচয় দাও |
গঙ্গারিডই ও প্রাসীয় জাতি কারা । গঙ্গারিডই ও প্রাসীয় জাতির পরিচয় দাও
উত্তর : ভূমিকা : প্রাচীনকালে বাংলা বিভিন্ন অঞ্চলে বিভক্ত ছিল। আর এ বিভক্ত অঞ্চলগুলোকে আবার ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্য বলে অভিহিত করা হয়।
যাই হোক এগুলোকে আমরা জনপদ হিসেবেই বেশি জানি। গঙ্গারিডই ও প্রাসীয় ছিল দুটি জাতি। তারা ঐ ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্যে বসবাস করতো।
নিচে গঙ্গারিডই ও প্রাসীয় জাতি সম্পর্কে সংক্ষেপে আলোচনা করা হলো :
→ গঙ্গারিডই জাতি : প্রাচীন বাংলার ইতিহাস থেকে জানা যায় যে, আর্য জাতির পূর্বে বাংলার কিছু অঞ্চলে গঙ্গারিডই জাতির বসবাস ছিল। তারা ছিল খুব সাহসী ও বীরযোদ্ধা।
গ্রিক লেখকদের বর্ণনা মতে, এ জাতির লোকেরা ছিল পরাক্রান্ত এবং স্বয়ং আলেকজান্ডারও এ জাতির বর্ণনা শুনে তাদের পদানত করার আশা ও বাংলা জয়ের আশা ত্যাগ করেন। অনেকে মনে করেন যে, এ জাতির বাসস্থান বা রাজ্য ছিল গঙ্গা নদীর কোনো এক অঞ্চলে ।
→ প্রাসীয় জাতি : প্রাচীনকালে বাংলার অনেক ক্ষুদ্র ক্ষুদ্র রাজ্যে বিভক্ত ছিল। আর এ ক্ষুদ্র ক্ষুদ্র অঞ্চলে অনেক জাতির বসবাস ছিল। তাদের মধ্যে অন্যতম একটি জাতি হলো- প্রাসীয় জাতি।
এ জাতির রাজধানীর নাম ছিল পালিবে- থারা। ঐতিহাসিকদের বর্ণনা অনুযায়ী এ জাতির বাসস্থান ছিল গঙ্গানদীর কোনো এক অঞ্চলে । তাদের রাজ্য ছিল গঙ্গানদী পর্যন্ত ও তাম্রলিপ্ত এর অন্তর্ভুক্ত অঞ্চল জুড়ে।
সম্ভবত তারা গঙ্গারিডই দেশের পশ্চিমে বাস করতো, তাই অনেকেই গঙ্গারিডই ও প্রাসীয় জাতিকে একই জাতি বলে মনে করেছেন। আবার কেউ কেউ এদেরকে পৃথক জাতি বলে উল্লেখ করেছেন।
উপসংহার : পরিশেষে আমরা বলতে পারি যে, গঙ্গারিডই ও প্রাসীয় জাতি বাংলার ইতিহাসে অন্যতম দু'টি শক্তিশালী জাতি হিসেবে পরিচিত। আলেকজান্ডারের ভারত আক্রমণের সময় তারা সম্মিলিতভাবে মোকাবেলায় প্রস্তুত ছিলেন।