ক্রুসেডের প্রত্যক্ষ কারণ কী ছিল
ক্রুসেডের প্রত্যক্ষ কারণ কী ছিল |
ক্রুসেডের প্রত্যক্ষ কারণ কী ছিল
উত্তর : ভূমিকা : ১১ শতকের শুরু থেকে তেরো শতকের শেষের দিকে ক্রুসেডের সময়কাল ছিল। ক্রুসেডের পিছনে কারণ ছিল সেগুলোর মধ্যে ধর্মীয় প্রভাব বা কারণ ছিল অন্যতম। প্রত্যক্ষ এবং পরোক্ষ উভয় কারণের ফলেই ক্রুসেড অনুষ্ঠিত হয়।
→ ক্রুসেডের প্রত্যক্ষ কারণ : মূলত ক্রুসেডারদের আসল উদ্দেশ্য ছিল মুসলমানদের উচ্ছেদ করা। যদিও তারা এতে ব্যর্থ হয় ।
দেখতে পাওয়া যায়, আরবরা যখন ১০৭৬ সালে জেরুজালেম অধিকার এবং খ্রিস্টানদের পবিত্র গির্জার পাশে মসজিদ তৈরি করে তখন খ্রিস্টানরা আতঙ্কিত হয়ে পড়ে।
এর ফলে পোপ দ্বিতীয় ধর্মযাজক, অভিজাত ও খ্রিস্টান রাজাদের এক ধর্মসভায় আহ্বান জানান। এতে ব্যক্ত হয় পবিত্র ভূমি জেরুজালেমকে মুসলমানদের নিকট হতে অধিকার করার কথা।
মূলত যে কয়েকটি দিক ক্রুসেডের পিছনে প্রত্যক্ষভাবে কাজ করে তার মধ্যে হলো :
১. মুসলমানদের কর্তৃক জেরুজালেম দখল ।
২. পোপের আহ্বানে সাধারণ জনগণের সাড়া দেওয়া ।
৩. পোপের নির্দেশে ধর্ম রক্ষার তাগিদ মনে করে ক্রুসেডে অংশগ্রহণ ইত্যাদি ।
উপসংহার : পরিশেষে বলা যায় যে, ক্রুসেড়ের পিছনে প্রত্যক্ষ বিভিন্ন কারণ ছিল সেকালের জন্যে ক্রুসেডের সূত্রপাত ব্যাপক আকার লাভ করে । আর প্রত্যক্ষ কারণ ছাড়াও পরোক্ষ আরো বিভিন্ন কারণের ফলে সমগ্র ইউরোপ জুড়ে ক্রুসেডের দামামা বেজে উঠে।