ক্রুসেড সম্পর্কে ৫টি ধারণা বর্ণনা কর
ক্রুসেড সম্পর্কে ৫টি ধারণা বর্ণনা কর |
ক্রুসেড সম্পর্কে ৫টি ধারণা বর্ণনা কর
উত্তর : ভূমিকা : ক্রুসেড মধ্যযুগের ইতিহাসের সমগ্র ইউরোপের একটি উল্লেখযোগ্য ঘটনা। ক্রসেডের ফলাফল যদিও পরবর্তীতে সুদূরপ্রসারী ছিল।
ক্রুসেডের ফলে তখনকার মধ্যযুগীয় অবস্থার নানা পরিবর্তনের মাধ্যমে আধুনিক যুগের ভিত্তি প্রস্তর স্থাপিত হয়।
→ ক্রুসেডের ৫টি ধারণা :
১. এগারো শতকের শেষ হতে তেরো শতকের শেষ পর্যন্ত ক্রুসেডের ধারা বা সময় কাল ছিল।
২. ক্রসেড মূলত ইউরোপীয় খ্রিস্টান সম্প্রদায়ের সাথে এশিয়া আফ্রিকার মুসলমানদের মধ্যে পবিত্র ভূমি উদ্ধার ও রক্ষা সংক্রান্ত এক রক্তক্ষয়ী ধর্ম যুদ্ধ ।
৩. ক্রুসেডের ব্যাপ্তিকাল ছিল প্রায় ২০০ বছর। এতে পশ্চিমে এশিয়ার বিভিন্ন স্থানে মৃত্যুর নগরী রূপ নেয়।
৪. খ্রিস্টান ধর্ম যাজক শ্রেণির উস্কানি ও প্রলোভনের মাধ্যমে খ্রিস্টান যুবকেরা ক্রুসেডে লিপ্ত হয় ।
৫. ধর্মের দোহাই, ধর্মীয় অবিশ্বাস, ধর্মীয় কুসংস্কার, পার্থিব, সুখ লাভ, স্বর্গ লাভ প্রভৃতি প্রলোভন দেখানোর মাধ্যমে ক্রুসেডে মানুষেদের অংশগ্রহণ করানো হয়।
উপসংহার : পরিশেষে বলা যায় যে, ক্রুসেড ছিল ধর্মের দোহাই দিয়ে এক শ্রেণির স্বার্থান্বেষী গোষ্ঠীর স্বার্থ লাভের নির্মম রক্তক্ষয়ী যুদ্ধ। ক্রুসেডের পরিণাম বা ফলাফল ভয়াবহ আকার লাভ করে । ক্রুসেডের ধর্মীয় প্রভাবে এর আর্থিক অবস্থা সন্দেহের পরিবর্তন সাধিত হয়।