বক্সারের যুদ্ধে মীর কাসিম কেন পরাজিত হয়েছিল
বক্সারের যুদ্ধে মীর কাসিম কেন পরাজিত হয়েছিল |
বক্সারের যুদ্ধে মীর কাসিম কেন পরাজিত হয়েছিল
- অথবা, বক্সারের যুদ্ধে মীর কাসিমের পরাজয়ের কারণ কি ছিল?
উত্তর : ভূমিকা : ভারতবর্ষে মুঘল সম্রাটদের উদাসীনতা, অদূরদর্শিতা এবং সুষ্ঠু বাণিজ্য নীতি না থাকায় ইংরেজরা এদেশে বাণিজ্য করার অনুমতিসহ রাজনৈতিক সুবিধা লাভ করে।
তারা বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজ-উদ-দৌলার বিরুদ্ধে ষড়যন্ত্র করে পলাশির প্রান্তরে তাকে পরাজিত করে বাংলার কর্তৃত্ব গ্রহণ করে।
এরপর মীর কাসিমের সাথে ষড়যন্ত্র শুরু করে, যার চূড়ান্ত রূপ হয়েছিল বক্সারের যুদ্ধ। এ যুদ্ধে মীর কাসিম পরাজিত হয়।
→ মীর কাসিমের পরাজয়ের কারণ : প্রচুর ধন-দৌলতের মালিক এবং অনেক আগ্নেয়াস্ত্র থাকা সত্ত্বেও মীর কাসিম পরাজিত হন। এ সম্পর্কে N. Chaterhgee বলেন, “ইংরেজ শক্তিকে উচ্ছেদ করার জন্য মীর কাসিমের ব্যর্থতা শুধু দৈবক্রমেই ঘটেনি, এটা ছিল নানাবিধ ঘটনার পরিণতি এবং সেগুলো খুবই গুরুত্বপূর্ণ।
পরাজয়ের কারণগুলোর মধ্যে পড়ে-
১. তার অধীনে তার্কী খান ব্যতীত সমস্ত সেনাপতিই ছিল নিষ্কর্মা ও অদক্ষ। তাছাড়া তারা পারস্পরিক কলহে লিপ্ত ছিল ।
২. অর্থনৈতিক দুর্বলতা তাকে পরাজয়ের দ্বার প্রান্তে পৌছে নিয়ে যায় ৷
৩. তিনি নিজেও দক্ষ সৈনিক ছিলেন না এবং তার সুনিয়ন্ত্রিত কোন সেনাবাহিনীও ছিল না।
৪. ইংরেজদের সুশিক্ষিত ও সুশৃঙ্খল সেনাবাহিনীর নিকট মীর কাসিমের বাহিনী ছিল অত্যন্ত দুর্বল।
৫. মীর কাসিম কঠোর; নির্ভীক দৃঢ় চেতনার পরিবর্তে দুর্বল চিত্তের মানুষ ছিলেন। কাটোয়ার পরাজয়ে তিনি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন।
উপসংহার : পরিশেষে বলা যায় যে, বিভিন্ন কারণে মীর কাসিম বক্সারের যুদ্ধে পরাজিত হয়েছিলেন। এ যুদ্ধে ব্রিটিশরা তাদের সাম্রাজ্যবাদী নীতির প্রসার শুরু করে। যা হোক বক্সারের যুদ্ধের পর থেকেই বাংলা ব্রিটিশদের কর্তৃত্বাধীনে চলে যায় ।