বঙ্গ বা বাংলা নামের উৎপত্তি সম্পর্কে লিখ
বঙ্গ বা বাংলা নামের উৎপত্তি সম্পর্কে লিখ |
বঙ্গ বা বাংলা নামের উৎপত্তি সম্পর্কে লিখ
- অথবা, বাংলাদেশ নাম প্রতিষ্ঠার ইতিহাস সংক্ষিপ্তভাবে আলোচনা কর।
- অথবা, বাংলা নামের উৎপত্তি-ব্যাখ্যা কর।
- অথবা, বাংলা নামের উৎপত্তি সম্পর্কে টীকা লিখ ।
উত্তর : ভূমিকা : আজকের বাংলা প্রাচীনকালে একক ভূখণ্ড ছিল না। বাংলা ছিল ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত। এই ক্ষুদ্র ক্ষুদ্র অংশগুলো শাসকরা আলাদা আলাদা জনপদে ভাগ করে শাসন করত।
এসব ক্ষুদ্র ক্ষুদ্র জনপদের মধ্যে একটি ছিল বঙ্গ। বঙ্গ নামের ধারণা সেই অতি প্রাচীনকাল থেকেই পাওয়া যায় ।
— বঙ্গ নামের উৎপত্তি : বঙ্গ নামের উৎপত্তি কিভাবে কখন তা নিয়ে অনেকে মত ব্যক্ত করেন তা নিম্নে তুলে ধরা হলো :
১. প্রাচীন ধারণা : বঙ্গ নামের উৎপত্তি সম্পর্কে একটি ধারণা পাওয়া যায় যে, বঙ্গ জনপদের নাম প্রাচীনকালেই ছিল। ষষ্ঠ শতক পর্যন্ত বঙ্গ বিভিন্ন জনপদের সমষ্টির নাম ছিল।
ঐতরেয় আরণ্যক গ্রন্থে প্রথম বঙ্গ নামের ধারণা পাওয়া যায় আবার মহাভারতে বঙ্গ নামের উল্লেখ পাওয়া যায় ।
২. মুসলিম আমলে বঙ্গ নামের ধারণা : মুসলিম শাসন আমলে বঙ্গ নামের ধারণা পাওয়া যায়। বিখ্যাত গ্রন্থ তারিখ-ই-ফিরোজ শাহী গ্রন্থে বঙ্গ নামের উল্লেখ পাওয়া যায়।
আবার বিখ্যাত লেখক পর্যটক মিনহাজ-ই-সিরাজী তবাকাত-ই-নাসিরি গ্রন্থে 'বাঙ্গালা' নামের উল্লেখ করেন। মুঘল শাসন আমলে আবুল ফজল তার বিখ্যাত গ্রন্থ আইন ই-আকবরী গ্রন্থে বাঙ্গালী নামের ব্যাখ্যা প্রদান করেন।
তাছাড়াও মুঘল আমলে আরো অনেক পর্যটক, লেখক তাদের বর্ণনায়, নিবন্ধনে গ্রন্থে বাঙ্গালা নামটি উল্লেখ করেন।
৩. ইংরেজ আমলে : বাংলা নামে পরিচিত হতে থাকে। তাছাড়া ইংরেজদের বেঙ্গল অন্যান্য ইউরোপীয়দের বেঙ্গলা থেকেই নেয়া হয়েছে।
আবার ইউরোপীয়দের লেখনিতে প্রথম বেঙ্গল | নামের উৎপত্তি পাওয়া যায়। ইউরোপীয় পরিব্রাজক ভূজারিক ‘বেঙ্গলা' নামের দেশের কথা উল্লেখ করেছেন।
তাছাড়াও স্যামুয়েল তার বর্ণনায় বেঙ্গল রাজ্যের কথা উল্লেখ করেছেন। ১৩ শতকে মার্কোপলো বেঙ্গালা শহরের কথা উল্লেখ করেন।
গ্যাস্টলদি ১৫৬১ শতকে তার মানচিত্রে চারটি গ্রামের পশ্চিমে বেঙ্গালার অবস্থান দেখিয়েছেন। তবে পণ্ডিতদের মধ্যে মতবিরোধ থাকলেও বাঙ্গালা রাজ্য যে বাংলাদেশকেই বুঝাতো সে ব্যাপারে তেমন কোনো সন্দেহ নেই।
উপসংহার : পরিশেষে বলা যায় যে, প্রাচীনকালে যে অনেকগুলো জনপদ ছিল এবং সবগুলো জনপদ একত্রিত হয়ে পরবর্তীতে বঙ্গ বা বাংলা নামধারণ করে।
তবে বঙ্গ নাম থেকে “বাঙ্গালা” এবং পর্যায়ক্রমে বাংলা নামটি আসে। মুঘল যুগে 'বঙ্গ' নাম অনেক গ্রন্থে পাওয়া যায়।