জনপদ কি । জনপদ বলতে কি বুঝায়
জনপদ কি । জনপদ বলতে কি বুঝায় |
জনপদ কি । জনপদ বলতে কি বুঝায়
- অথবা, জনপদ কাকে বলে?
উত্তর : ভূমিকা : প্রাচীনকালে পুরো বাংলাজুড়ে একক কোনো রাষ্ট্র গড়ে উঠেনি। তাই বাংলা বা বাংলাদেশের অস্তিত্ব তখন ছিল না। বরং সেসময় বাংলা কতকগুলো ছোট ছোট অঞ্চলে বিভক্ত ছিল। আর সেগুলোকে বলা হয় জনপদ।
জনপদ : বাংলার অবস্থান সম্পর্কে নীহাররঞ্জন রায় বলেন, “একদিকে উচ্চ পর্বত, দুই দিকে কঠিন শৈলভূমি আর একদিকে বিস্তীর্ণ সমুদ্র, মাঝখানে সমভূমির সাম্য এটিই বাঙালি ভৌগোলিক অবস্থান।”
প্রাচীনকালে বিশেষ করে প্রাক মুসলিম যুগে বাংলার ক্ষুদ্র ক্ষুদ্র ভৌগোলিক এলাকায় অনেক জনগণ বসবাস করতো।
এই সকল এলাকায় বসবাসকারী জনগণের সমষ্টিকে জনপদ বলা হতো। বাংলার এই জনপদগুলোর নাম পাওয়া যায় সেন আমলে। কালের পরিক্রমায় এ ভূখণ্ডে বিভিন্ন জনপদগুলোর উত্থান বিকাশ ও পতন ঘটে।
অন্য দিকে প্রাচীনকালে বাংলা এখনকার বাংলার মতো একক রাষ্ট্র ছিল না তখন বাংলার বিভিন্ন অংশ অনেকগুলো ছোট ছোট অঞ্চল বা এলাকায় বিভক্ত ছিল।
এই সমস্ত এলাকার বা অঞ্চলের শাসক যার যার মতো করে শাসন করতেন। এককথায় বাংলা এই অঞ্চল বা এলাকাগুলোকে সমষ্টিগতভাবে জনপদ বলা হয়।
বাংলার এসব জনপদগুলোর মধ্যে অন্যতম হলো :
(১) গৌড়,
(২) বঙ্গ;
(৩) পুণ্ড্র,
(৪) হরিকেল;
(৫) সমতট;
(৬) বরেন্দ্র;
(৭) তাম্রলিপ্ত;
(৮) চন্দ্রদ্বীপ;
(৯) রাঢ়;
(১০) সুক্ষ্ম;
(১১) বঙ্গাল বা বাঙালা;
(১২) দণ্ডভুক্তি।
উপসংহার : পরিশেষে বলা যায় যে, প্রাচীনকালে অখণ্ড বাংলার কোনো প্রশাসন পাওয়া যায়নি, বিভিন্ন অংশ বিভিন্ন জনপদ নামে পরিচিত ছিল। যা ধীরে ধীরে বাংলায় পরিণত হয়।