আল মুইজের ভূমি সংস্কার সম্পর্কে যা জান লিখ
আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে বিষয় হলো আল মুইজের ভূমি সংস্কার সম্পর্কে যা জান লিখ জেনে নিবো। তোমরা যদি পড়াটি ভালো ভাবে নিজের মনের মধ্যে গুছিয়ে নিতে চাও তাহলে অবশ্যই তোমাকে মনযোগ সহকারে পড়তে হবে। চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা জেনে নেই আজকের আল মুইজের ভূমি সংস্কার সম্পর্কে যা জান লিখ । আমাদের গুগল নিউজ ফলো করুন।
আল মুইজের ভূমি সংস্কার সম্পর্কে যা জান লিখ |
আল মুইজের ভূমি সংস্কার সম্পর্কে যা জান লিখ
- অথবা, আল মুইজের ভূমি সংস্কার সম্পর্কে সংক্ষেপে লিখ।
উত্তর : ভূমিকা : ৯০৯ সালে উত্তর আফ্রিকায় ফাতেমীয় খিলাফত প্রতিষ্ঠা পায়। আল মুইজ ছিল ফাতেমীয় খিলাফতের চতুর্থ খলিফা।
তিনি ছিলেন খলিফা আল মনসুরের পুত্র। তিনি অত্যন্ত দক্ষ ও সাহসী শাসক ছিলেন। তার শাসনামলে করা ভূমি সংস্কার ইতিহাসে স্মরণীয় হয়ে আছে।
→ আল মুইজের ভূমিসংস্কার : ভূমিসংস্কার আল মুইজের শাসনামলের একটি গুরুত্বপূর্ণ ঘটনা। আল মুইজ ক্ষমতা গ্রহণ করার পূর্বে ভূমি ইজারা ব্যবস্থা চালু ছিল।
কিন্তু ভূমি ইজারা ব্যবস্থায় অনেক প্রতিবন্ধকতা ছিল। সেজন্য এই ব্যবস্থা পরিবর্তন করার জন্য আল মুইজ পরিকল্পনা গ্রহণ করে।
এছাড়া তিনি কাবালা প্রথার চালু করে। কোন এলাকার জন্য সুনির্দিষ্ট পরিমাণ টাকা দেওয়ার চুক্তিকে কাবালা বলে।
নিচে কাবালা ব্যবস্থার মূলনীতিগুলো তুলে ধরা হলো-
• নিলামের মাধ্যমে কাবালা সম্পাদন করা হতো।
• শুধুমাত্র সমাজের লোক নয়, বরং সরকারি কর্মকর্তা ও সেনানায়কদেরও কাবালাদার হওয়ার সুযোগ ছিল ।
• খাল, বাঁধ ইত্যাদির কোন প্রকার ক্ষতি হলে নিয়ম অনুসারে চুক্তিকারীরা তা সংস্কার করতে বাধ্য থাকতো।
তাছাড়াও আল মুইজ শুল্ক আরোপ করার জন্য নতুন প্রথা চালু করেন । তিনি একটি তালিকা প্রদান করেন। তার সময়ে কেউ খাজনা ফাঁকি দেওয়ার সুযোগ ছিল না।
তিনি রাজস্ব ব্যবস্থায় সংস্কার সাধন করেছিলেন। এভাবে আল মুইজ ফাতেমীয় খিলাফতের শাসনকার্য সুষ্ঠুভাবে সম্পাদন করতেন।
উপসংহার : উপরোক্ত আলোচনা থেকে এটা প্রতীয়মান হয় যে, আল মুইজ একজন সুদক্ষ ও সুচতুর শাসক ছিলেন। তিনি ভূমি ব্যবস্থা সুষ্ঠভাবে পরিচালনা করার জন্য ভূমিসংস্কার করেন।
তিনিই সর্বপ্রথম কাবালা প্রথা চালু করেন। তাছাড়াও তিনি দ্রব্যের উপর শুল্ক আরোপ করার একটি তালিকা প্রদান করেন।
আর্টিকেলের শেষকথাঃ আল মুইজের ভূমি সংস্কার সম্পর্কে যা জান লিখ
আমরা এতক্ষন জেনে নিলাম আল মুইজের ভূমি সংস্কার সম্পর্কে যা জান লিখ। যদি তোমাদের আজকের আল মুইজের ভূমি সংস্কার সম্পর্কে যা জান লিখ পড়াটিটি ভালো লাগে তাহলে ফেসবুক বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে পারো।