আল হাকিমের পরিচয় দাও । আল হাকিম সম্পর্কে যা জান লিখ
আল হাকিমের পরিচয় দাও । আল হাকিম সম্পর্কে যা জান লিখ |
আল হাকিমের পরিচয় দাও । আল হাকিম সম্পর্কে যা জান লিখ
উত্তর : ভূমিকা : ফাতেমীয় খলিফা আল আজিজের মৃত্যুর পর তার পুত্র আল হাকিম ৯৯৬ সালে সিংহাসনে আরোহণ করেন।
তিনি ফাতেমীয় খিলাফতের ৬ষ্ঠ খলিফা ছিলেন। আল হাকিম সুদীর্ঘ ২৫ বছর অত্যন্ত দক্ষতার সাথে শাসনকার্য পরিচালনা করেন।
→ আল হাকিমের পরিচয় : খলিফা আল হাকিম ১৮৫ খ্রিস্টাব্দের ১৩ই আগস্ট মিশরের আল কায়রোতে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ছিল আব্দুল আজিজ।
আল হাকিমের মাতা খ্রিস্টান ছিলেন। তিনি মাত্র ১১ বছর বয়সে সিংহাসনের উত্তরাধিকারী নিযুক্ত হন। তার অভিবাবক ও গৃহশিক্ষক ছিলেন। কোষাধ্যক্ষ বার জোয়ান।
আল হাকিমের মূল নাম ছিল। আৰু আলি মুনসুর আল হাকিম বি আমর ইল্লাহ। তিনি ১০২১ খ্রিস্টাব্দের ১৩ই ফেব্রুয়ারি মোকাত্তামে মৃত্যুবরণ করেন।
আল হাকিমের কৃতিত্বর : ফাতেমীয় খলিফা আল হাকিমের সবচেয়ে বড় কৃতিত্ব আরবীয় খলিফা আল মামুনের বায়তুল হিকমার অনুরূপ দারুল হিকমা প্রতিষ্ঠা।
তিনি ১০০৫ সালে দারুল হিকমা নির্মাণ করেন। মূলত শিয়া মতবাদ প্রচারের জন্য দারুল হিকমা প্রতিষ্ঠা করা হয়। এছাড়া তিনি জ্যোতির্বিদ্যা চর্চার জন্য একটি মানমন্দির প্রতিষ্ঠা করেন ।
চরিত্র : খলিফা আল হাকিমের চরিত্রে বিপরীতমুখী অনেক গুণাবলির পরিচয় ফুটে ওঠে। তিনি একদিকে যেমন ছিলেন নিষ্ঠুর ও হৃদয়হীন অন্য দিকে ধর্মভীরু ও শিক্ষা সাহিত্যের বিশেষ অনুরাগী।
তিনি সাম্রাজ্যে বহু মসজিদ নির্মাণ করেছেন, আবার নামাজ, রোজা, হজ পালনে নির্মেধাজ্ঞা জারি করেছেন।
আল হাকিম ইহুদি ও খ্রিস্টান সম্প্রদায়ের সহিষ্ণুতার নীতি অবলম্বন করেন। তার ভুল সিদ্দান্তের অনেক নির্দোষ মানুষ হত্যার শিকার হয়েছেন।
উপসংহার : পরিশেষে বলা যায়, খলিফা আল হাকিম ফাতেমীয় খিলাফতের অন্যতম খলিফা। তিনি পিতার ন্যায় এতো যোগ্য ছিলেন না।
তিনি খামখেয়ালি শাসক ছিলেন। আল হাকিম একজন নিষ্ঠুর শাসক হলেও জ্ঞান-বিজ্ঞানের উদার পৃষ্ঠপোষক ছিলেন।