আল হাকিমের নৈতিক সংস্কারগুলো আলোচনা কর
আল হাকিমের নৈতিক সংস্কারগুলো আলোচনা কর |
আল হাকিমের নৈতিক সংস্কারগুলো আলোচনা কর
- অথবা, আল হাকিমের নৈতিক সংস্কারসমূহ বর্ণনা কর।
উত্তর : ভূমিকা : ৯৯৬ খ্রিস্টাব্দে খলিফা আল আজিজের মৃত্যুর পর তার ১১ বছর বয়স্ক পুত্র আল হাকিম খলিফা হিসেবে সকলের আনুগত্য লাভ করেন। তিনি নৈতিকতা বিরোধী ও অন্যায় কার্যাবলিসমূহ নিষিদ্ধ ঘোষণা করেন।
→ আল হাকিমের নৈতিক সংস্কার : নিম্নে আল হাকিমের নৈতিক সংস্কার তুলে ধরা হলো :
১. খলিফাকে আমাদের মালিক, প্রভু ইত্যাদি খিতাবের পরিবর্তে কেবলমাত্র আমিরুল মুমিনীন সম্বোধন করতে হবে।
২. দিনের পরিবর্তে রাতের গুরুত্ব অধিক প্রদান। তিনি মন্ত্রীদের মিটিং রাতে করতে নিদের্শ দেন।
৩. তিনি রাতে ধর্মীয় নেতাদের সাথে মিলিত হতেন এবং নগর ভ্রমণে বের হতেন।
৪. কৃত্রিম আলোয় রাস্তাগুলো আলোকময় সাজানো হতো। দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান সবই রাতে খোলা রেখে ক্রয়- বিক্রয়ের নির্দেশ দেন।
৫. মদ নিষিদ্ধ করার পাশাপাশি পাত্রগুলো সবই ভেঙে ফেলা হয় ।
৬. শূকর, কুকুর নিধন করা হতো।
৭. একমাত্র কুরবানি উৎসব ব্যতীত উত্তম ষাড় জবাই নিষিদ্ধ করা হয় ।
৮. জুয়া ও ধর্মবিরুদ্ধ খেলাধুলা নিষিদ্ধ করা হয় ।
৯. ইহুদি-খ্রিস্টানদেরকে তাদের ধর্মীয় নিদর্শন ঘণ্টা ও ক্রুশ পরা বাধ্যতামূলক করা হলো।
১০. আল হাকিমের আদেশ অমান্যকারীদের মৃত্যুদণ্ড দেয়া হবে বলে ঘোষণা দেওয়া হলো।
উপসংহার : পরিশেষে বলা যায় যে, খলিফা আল হাকিমের নৈতিক সংস্কারের ফলে বহু গণ্যমান্য ব্যক্তিকে প্রাণ হারাতে হয়েছিল । তবে রাতে কাজকর্মের আদেশ কিছু দিন পর রহিত করা হয়েছিল।