আল আজিজ ফাতেমীয় খিলাফতে এত বিখ্যাত কেন
আল আজিজ ফাতেমীয় খিলাফতে এত বিখ্যাত কেন |
আল আজিজ ফাতেমীয় খিলাফতে এত বিখ্যাত কেন
উত্তর : ভূমিকা : আল আজিজ ছিলেন ফাতেমীয় খিলাফতের সর্বশ্রেষ্ঠ শাসক। তার কৃতিত্বপূর্ণ শাসনের জন্যই ফাতেমীয় খিলাফতে তিনি এত বিখ্যাত। তিনি ছিলেন আল মুইজের পুত্র।
→ ফাতেমীয় খিলাফতে আল আজিজ বিখ্যাত কেন : আল আজিজ ফাতেমীয় খিলাফতে বিখ্যাত হওয়ার পেছনে বেশ কিছু কারণ পরিলক্ষিত তা নিচে আলোচনা করা হলো :
১. তুর্কি বাহিনী গঠন : খলিফা আল আজিজ সর্বপ্রথম তুর্কি বাহিনী গঠন করেন। এটি ছিল তার অন্যতম শ্রেষ্ঠ কৃতিত্ব।
২. যোগ্য শাসক : ফাতেমীয় খিলাফতের পঞ্চম খলিফা আল আজিজ ছিলেন একজন সুদক্ষ শাসক। তাহার শাসনামলে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে যোগ্য প্রার্থীদের রাজকার্যে নিয়োগ দিতেন।
৩. জ্ঞান-বিজ্ঞানের পৃষ্ঠপোষকতা : তার বিখ্যাত হবার পেছনে জ্ঞান বিজ্ঞানের প্রতি উদার পৃষ্ঠপোষকতা পরিলক্ষিত।
৪. সাম্রাজ্যের বিশালতা : ফোরাত নদীর সীমা থেকে আটলান্টিকের তীর পর্যন্ত তার শাসনামল বিস্তৃতি লাভ করেছিল। ফাতেমীয়দের ইতিহাসে এটাই ছিল সর্বাপেক্ষা বিস্তৃতি লাভ ৷
৫. সহনশীলতার নীতি : তার যে সহনশীলতার নীতি ছিল তা তার বিখ্যাত হবার পেছনে অগ্রণী ভূমিকা পালন করে ৷
৬. ব্যবসা বাণিজ্যের প্রসারতা : ব্যবসা-বাণিজ্যের প্রসারতার জন্যও আল আজিজকে বিখ্যাত করেছে ইতিহাস ।
উপসংহার : পরিশেষে বলা যায় যে, ফাতেমীয় খিলাফতের ইতিহাসে আল আজিজই একমাত্র শাসক যিনি মিশরে তার এই কৃতিত্বপূর্ণ কার্যাবলির জন্য ইতিহাসে এত বেশি বিখ্যাত ৷