উপযোগ কাকে বলে | উপযোগ বলতে কি বুঝায়
আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে বিষয় হলো উপযোগ কি | উপযোগ কাকে বলে | উপযোগ বলতে কি বুঝায় জেনে নিবো। তোমরা যদি পড়াটি ভালো ভাবে নিজের মনের মধ্যে গুছিয়ে নিতে চাও তাহলে অবশ্যই তোমাকে মনযোগ সহকারে পড়তে হবে। চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা জেনে নেই আজকের উপযোগ কি | উপযোগ কাকে বলে | উপযোগ বলতে কি বুঝায়।.
উপযোগ কি | উপযোগ কাকে বলে |
উপযোগ কি | উপযোগ কাকে বলে | উপযোগ বলতে কি বুঝায়
প্রশ্ন: উপযোগ কি | উপযোগ কাকে বলে
উত্তর : উপযোগ হল সেই ক্ষমতা যা মানুষের অভাব মিটাতে সক্ষম। অর্থাৎ, অভাব মিটানোর ক্ষমতাকে উপযোগ বলা যায়।
মানুষের প্রয়োজন মিটাতে পারে এমন সর্বপ্রকার দ্রব্যেরই উপযোগিতা রয়েছে। যেমন- খাদ্যদ্রব্য, জামা-কাপড়, আসবাবপত্র ইত্যাদির উপযোগিতা আছে বলেই এগুলো আমাদের প্রয়োজন মিটাতে পারে।
কাজেই কোন দ্রব্যের মধ্যে মানুষের প্রয়োজন মিটানোর যে ক্ষমতা থাকে, তাকে উপযোগিতা বা উপযোগ বলে ।
নিম্নে উপযোগের একটি প্রামাণ্য সংজ্ঞা তুলে ধরা হল ঃ
অধ্যাপক মেয়ার্সের মতে, “উপযোগ হল কোন দ্রব্যের সেইগুণ বা ক্ষমতা যা মানুষের অভাব পূরণ করতে পারে।” সুতরাং, এসব আলোচনা থেকে পরিশেষে বলা যায় যে, উপযোগ হল কোন ক্ষমতা যা মানুষের অভাব বা প্রয়োজন মিটাতে সক্ষম ।
আর্টিকেলের শেষকথাঃ উপযোগ কি | উপযোগ কাকে বলে | উপযোগ বলতে কি বুঝায়
আমরা এতক্ষন জেনে নিলাম উপযোগ কি | উপযোগ কাকে বলে | উপযোগ বলতে কি বুঝায়। যদি তোমাদের আজকের এই পড়াটিটি ভালো লাগে তাহলে ফেসবুক বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে পারো। আর এই রকম নিত্য নতুন পোস্ট পেতে আমাদের আরকে রায়হান ওয়েবসাইটের সাথে থাকো।