সংবিধান কি | সংবিধান কাকে বলে
সংবিধান কি | সংবিধান কাকে বলে |
সংবিধান কি | সংবিধান কাকে বলে
প্রশ্ন : সংবিধান কি | সংবিধান কাকে বলে
উত্তরঃ রাষ্ট্রের শাসন পদ্ধতিই হল সংবিধান।
সাধারণ অর্থে ঃ কোন রাষ্ট্রের সংবিধান বলতে কতকগুলো লিখিত ও অলিখিত মৌলিক নিয়মাবলির সমষ্টিকে বুঝায়, যা উক্ত রাষ্ট্রের শাসনব্যবস্থার নীতিনির্ধারণ করে এবং শাসনব্যবস্থা পরিচালনার পথ নির্দেশ করে।
নিম্নে বিশেষজ্ঞদের দেওয়া কয়েকটি সংজ্ঞা উপস্থাপন করা হল :
(i) এরিস্টটল এর মতে, “সংবিধান হল রাষ্ট্র কর্তৃক পছন্দকৃত জীবনপ্রণালি।”
(ii) ফাইনার এর মতে, “রাষ্ট্রের মৌলিক প্রতিষ্ঠানসমূহের মধ্যে পারস্পরিক সম্বন্ধই সংবিধান।”
(iii) কে.সি. হুইয়ার এর মতে, “যেসব রীতিনীতির দ্বারা সরকারি ক্ষমতা কোন উদ্দেশ্যে এবং কোন বিভাগের দ্বারা পরিচালিত হয়ে তা নিয়ন্ত্রিত হয়, তাই সংবিধান।”
সুতরাং, উপরের আলোচনার প্রেক্ষিতে বলা যায়,
সংবিধান বলতে সরকার এবং সরকারের বিভিন্ন বিভাগের সংগঠন ও পরিচালনা বিভিন্ন বিভাগের মধ্যে ক্ষমতা বণ্টন, শাসক ও শাসিতের পারস্পরিক অধিকার এবং দায়িত্ব সংক্রান্ত কতকগুলো মৌলিক নীতির সমষ্টিকে বুঝায় । বস্তুতপক্ষে সংবিধান রাষ্ট্রের প্রতিচ্ছবি।