রাষ্ট্র কি | রাষ্ট্র কাকে বলে
আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে বিষয় হলো রাষ্ট্র কি | রাষ্ট্র কাকে বলেজেনে নিবো। তোমরা যদি পড়াটি ভালো ভাবে নিজের মনের মধ্যে গুছিয়ে নিতে চাও তাহলে অবশ্যই তোমাকে মনযোগ সহকারে পড়তে হবে। চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা জেনে নেই আজকের রাষ্ট্র কি | রাষ্ট্র কাকে বলে।
রাষ্ট্র কি | রাষ্ট্র কাকে বলে |
রাষ্ট্র কি | রাষ্ট্র কাকে বলে
প্রশ্ন : রাষ্ট্র কি | রাষ্ট্র কাকে বলে
উত্তর : রাষ্ট্র বলতে আমরা সাধারণত কোন রাজ্য বা দেশ বুঝে থাকি। কিন্তু রাজনীতি শাস্ত্রে ‘রাষ্ট্র' শব্দটি একটি বিশেষ অর্থে ব্যবহৃত হয়।
যে কোন রাজ্য বা দেশকে রাষ্ট্র বলা চলে না। সামাজিক প্রতিষ্ঠানের মধ্যে রাষ্ট্র হল একটি সর্ববৃহৎ প্রতিষ্ঠান। সমাজের প্রতিটি দিক সুন্দরভাবে পরিচালনা ও নিয়ন্ত্রণের ভার থাকে এই রাষ্ট্রের উপর ।
নিম্নে বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী বিভিন্নভাবে রাষ্ট্রের সংজ্ঞা দিয়েছেন ঃ
(i) এরিস্টটল এর মতে, “কতিপয় গ্রাম ও পরিবারের সম্বন্বয়ে রাষ্ট্র গঠিত এবং পূর্ণ জীবন প্রতিষ্ঠাই এর উদ্দেশ্য।”
(ii) উড্রো উইলসন বলেছেন, “কোন নির্দিষ্ট ভূখণ্ডে আইনের শাসন প্রতিষ্ঠার জন্য সংগঠিত একটি জনসমষ্টিকে রাষ্ট্র বলে।”
(iii) অধ্যাপক গার্নার-এর মতে, “রাষ্ট্র এরূপ একটি জনসমষ্টি, যারা একটি নির্দিষ্ট ভূখণ্ডে স্থায়ীভাবে বাস করে, যারা বহিঃশত্রুর নিয়ন্ত্রণ হতে স্বাধীন, যাদের একটি সুসংহত সরকার আছে যাকে তথাকার অধিবাসীদের অধিকাংশ স্বভাবত মানা করে চলে।” এই সংজ্ঞাটিই সবচেয়ে স্পষ্ট।
সুতরাং, রাষ্ট্র হল সেই জনসমষ্টি যারা কোন এক ভূখণ্ডে স্থায়ীভাবে বসবাস করে, যারা একটি সংগঠিত সরকারের প্রতি আনুগত্য স্বীকার করে এবং সর্বপ্রকার বহিঃশক্তির নিয়ন্ত্রণ হতে মুক্ত থাকে ।
আর্টিকেলের শেষকথাঃ রাষ্ট্র কি | রাষ্ট্র কাকে বলে
আমরা এতক্ষন জেনে নিলাম রাষ্ট্র কি | রাষ্ট্র কাকে বলে। যদি তোমাদের আজকের এই পড়াটিটি ভালো লাগে তাহলে ফেসবুক বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে পারো। আর এই রকম নিত্য নতুন পোস্ট পেতে আমাদের আরকে রায়হান ওয়েবসাইটের সাথে থাকো।