মূল্য ও দাম কাকে বলে
মূল্য ও দাম কাকে বলে |
মূল্য ও দাম কাকে বলে
প্রশ্ন :মূল্য ও দাম কাকে বলে
উত্তর : 'মূল্য' শব্দটি প্রথমত দু'টি অর্থে ব্যবহৃত হয়, যেমন—ব্যবহারিক মূল্য এবং বিনিময় মূল্য। কোন দ্রব্যের উপযোগকেই ব্যবহারিক মূল্য (Value in use) বলা হয়। কোন দ্রব্যে মানুষের অভাব মিটানোর শক্তিকে ঐ দ্রব্যের উপযোগ বলা হয়।
এ উপযোগই ব্যবহারিক মূল্যের পরিমাপক। যেমন— খাদ্য খেলে ক্ষুধাজনিত অভাব দূর হয়। মানুষের ক্ষুধা মিটানোর জন্য খাদ্যের যে শক্তি আছে তাই খাদ্যের ব্যবহার মূল্য। দ্রব্যের ক্রয় ক্ষমতাকেই তার বিনিময় মূল্য (Value in exchange) বলা হয়।
কোন দ্রব্যের বিনিময়ে অপর কোন দ্রব্য যে পরিমাণ পাওয়া যায় এটাই তার বিনিময় মূল্য। কোন দ্রব্যের বিনিময় মূল্য থাকতে হলে অবশ্যই সে দ্রব্যের ব্যবহার মূল্য অর্থাৎ উপযোগ থাকতে হবে।
কোন দ্রব্যের বিনিময় মূল্য থাকার পশ্চাতে কমপক্ষে দু'টি শর্ত রয়েছে।
প্রথমত ঃ দ্রব্যটির উপযোগ থাকবে
দ্বিতীয়ত ঃ তার যোগান চাহিদার তুলনায় অপ্রচুর হবে।
তৃতীয়তঃ ‘মূল্য' শব্দটি অন্য অর্থেও ব্যবহার করা যায়। যখন কোন দ্রব্যের মূল্য অন্য কোন দ্রব্যের মাধ্যমে প্রকাশ করা হয়,
তখন একে দ্রব্যমূল্য বলা যায়। যেমন- ১ মন চালের পরিবর্তে ১টি ছাগল পাওয়া গেলে বলা যায় ১ মন চালের মূল্য সমান ১টি ছাগল । আর যখন দ্রব্যের মূল্য অর্থের মাধ্যমে প্রকাশ করা হয়, তখন তাকে দাম (Price) বলা হয়।