মজুরি ও বেতন কি | মজুরি ও বেতন কাকে বলে
আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে বিষয় হলো মজুরি ও বেতন কি | মজুরি ও বেতন কাকে বলে | মজুরি ও বেতন বলতে কি বুঝায় | মজুরি ও বেতনের মধ্যে পার্থক্য লেখ জেনে নিবো। তোমরা যদি পড়াটি ভালো ভাবে নিজের মনের মধ্যে গুছিয়ে নিতে চাও তাহলে অবশ্যই তোমাকে মনযোগ সহকারে পড়তে হবে। চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা জেনে নেই আজকের মজুরি ও বেতন কি | মজুরি ও বেতন কাকে বলে | মজুরি ও বেতন বলতে কি বুঝায় | মজুরি ও বেতনের মধ্যে পার্থক্য লেখ ।
মজুরি ও বেতন কি | মজুরি ও বেতন কাকে বলে | মজুরি ও বেতন বলতে কি বুঝায় | মজুরি ও বেতনের মধ্যে পার্থক্য লেখ |
মজুরি ও বেতন কি | মজুরি ও বেতন কাকে বলে
প্রশ্নঃ মজুরি ও বেতন কি | মজুরি ও বেতন কাকে বলে | মজুরি ও বেতন বলতে কি বুঝায় | মজুরি ও বেতনের মধ্যে পার্থক্য লেখ
উত্তরঃ
মজুরি : সাধারণ অর্থে শ্রমিককে তার শারীরিক পরিশ্রমের বিনিময়ে প্রদত্ত পারিশ্রমিককে মজুরি বলেন ব্যাপক অর্থে কাঁচামালের আকার, আকৃতি, গঠন, মিশ্রণ, রূপ ইত্যাদি পরিবর্তন বা রূপান্তরের মাধ্যমে এর উপযোগ সৃষ্টি বা বৃদ্ধি করা বা মূল্য যোগ করার জন্য
প্রদত্ত শারীরিক শ্রমের প্রতিদানে শ্রমিকদেরকে দৈনিক সাপ্তাহিক, পাক্ষিক বা মাসিক ভিত্তিতে যে অর্থ প্রদান করা হয়, তাকেই মজুরি বলা হয়।
কারখানায় শ্রমিকদেরকে কর্মঘণ্টার ভিত্তিতে বা উৎপাদিত দ্রব্যের ভিত্তিতে মজুরি প্রদান করা হয়।
বেতন : প্রতিষ্ঠান পরিচালনা, ব্যবস্থাপনা ও সমমানের কাজের জন্য অফিসে কর্তব্যরত কর্মকর্তা ও কর্মচারীদেরকে কাজের অথবা মানসিক পরিশ্রমের বিনিময়ে নিয়োগকর্তা কর্তৃক নির্দিষ্ট সময়ান্তে প্রদত্ত পারিশ্রমিককে বেতন বলা হয়। বেতন সাধারণত মাসিক ভিত্তিতে প্রদান করা হয়।
আর্টিকেলের শেষকথাঃ মজুরি ও বেতন কি | মজুরি ও বেতন কাকে বলে | মজুরি ও বেতন বলতে কি বুঝায় | মজুরি ও বেতনের মধ্যে পার্থক্য লেখ
আমরা এতক্ষন জেনে নিলাম মজুরি ও বেতন কি | মজুরি ও বেতন কাকে বলে | মজুরি ও বেতন বলতে কি বুঝায় | মজুরি ও বেতনের মধ্যে পার্থক্য লেখ। যদি তোমাদের আজকের এই পড়াটিটি ভালো লাগে তাহলে ফেসবুক বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে পারো। আর এই রকম নিত্য নতুন পোস্ট পেতে আমাদের আরকে রায়হান ওয়েবসাইটের সাথে থাকো।