মানুষকে সামাজিক জীব বলা হয় কেন ব্যাখ্যা কর
আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে বিষয় হলো মানুষকে কেন সামাজিক জীব বলা হয় জেনে নিবো। তোমরা যদি পড়াটি ভালো ভাবে নিজের মনের মধ্যে গুছিয়ে নিতে চাও তাহলে অবশ্যই তোমাকে মনযোগ সহকারে পড়তে হবে। চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা জেনে নেই আজকের মানুষ সামাজিক জীব ব্যাখ্যা কর।
মানুষকে কেন সামাজিক জীব বলা হয় |
মানুষকে সামাজিক জীব বলা হয় কেন | মানুষ সামাজিক জীব ব্যাখ্যা কর
মানুষকে কেন সামাজিক জীব বলা হয়
উত্তরঃ সৃষ্টির গোড়া থেকেই মানুষ সমাজে বাস করে। সমাজের সাথে মানুষের সম্পর্ক অবিচ্ছেদ্য। মানুষ সমাজে জন্মগ্রহণ করে, সমাজের মধ্যেই প্রতিপালিত হয় এবং সমাজেই শেষ নিঃশ্বাস ত্যাগ করে। অর্থাৎ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সমাজের গণ্ডির বাইরে কেউ জীবনধারণ করতে পারে না।
জীবনধারণ, জানমালের নিরাপত্তা, অর্থনৈতিক চাহিদা পূরণ, অন্ন, বস্ত্র, বাসস্থানের মতো মৌলিক' চাহিদা পূরণের জন্য মানুষ নিজের প্রয়োজনেই সমাজ গঠন করেছে।
ব্যক্তির ব্যক্তিত্ব বিকাশ, রোগে চিকিৎসা সেবা, বিপদে-আপদে সাহায্য, • জৈবিক চাহিদা পূরণ ইত্যাদির সবকিছুই মানুষ সমাজে সম্পন্ন করে।
মানুষ স্বভাবতই নিজের আবেগ, আনন্দ-বেদনা অন্যকে জানাতে চায়, সুখ-দুঃখ, আনন্দ-বেদনা ভাগ করে অন্যকে কাছে পেতে চায়।
আর এসব স্বাভাবিক প্রেরণা মানুষকে দলবদ্ধ হয়ে সমাজে বসবাস করতে বাধ্য করে। মানুষকে এ কারণেই সামাজিক জীব বলা হয়।
এরিস্টটল যথার্থই বলেছেন, “মানুষ প্রকৃতিগতভাবে সামাজিক জীব, যে সমাজে বাস করে না সে হয় পশু না হয় দেবতা।”
আর্টিকেলের শেষকথাঃ মানুষকে সামাজিক জীব বলা হয় কেন | মানুষ সামাজিক জীব ব্যাখ্যা কর
আমরা এতক্ষন জেনে নিলাম মানুষকে কেন সামাজিক জীব বলা হয়। যদি তোমাদের আজকের এই পড়াটিটি ভালো লাগে তাহলে ফেসবুক বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে পারো। আর এই রকম নিত্য নতুন পোস্ট পেতে আমাদের আরকে রায়হান ওয়েবসাইটের সাথে থাকো।
কেন