মানবাধিকার কি | মানবাধিকার কাকে বলে | মানবাধিকার বলতে কি বুঝায়
আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে বিষয় হলো মানবাধিকার কি | মানবাধিকার কাকে বলে | মানবাধিকার বলতে কি বুঝায় জেনে নিবো। তোমরা যদি পড়াটি ভালো ভাবে নিজের মনের মধ্যে গুছিয়ে নিতে চাও তাহলে অবশ্যই তোমাকে মনযোগ সহকারে পড়তে হবে। চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা জেনে নেই আজকের মানবাধিকার কি | মানবাধিকার কাকে বলে | মানবাধিকার বলতে কি বুঝায়।
মানবাধিকার কি | মানবাধিকার কাকে বলে |
মানবাধিকার কি | মানবাধিকার কাকে বলে | মানবাধিকার বলতে কি বুঝায়
প্রশ্ন : মানবাধিকার কি | মানবাধিকার কাকে বলে
উত্তরঃ Petition of Right : ১৬২৮ সালে ব্রিটিশ পার্লামেন্টে মানবাধিকার সম্পর্কিত 'Petition of Right' আইন পাস হয়।
English Bill of Right : ১৬৮৯ সালে ব্রিটিশ পার্লামেন্টে মানবাধিকার সম্পর্কিত English Bill of Right' আইন পাস হয়। এটি Bill of Right নামেও পরিচিত।
মানুষের প্রতি মানুষের শ্রদ্ধাবোধ থেকে মানবাধিকারের জন্ম হয়েছে। মানবাধিকার হলো আন্তর্জাতিকভাবে স্বীকৃত মানুষের অধিকার।
মানুষ একজন ব্যক্তি হিসেবে তার ব্যক্তিত্বের বিকাশের জন্য যে সকল সুযোগ-সুবিধা প্রয়োজন তা লাভ করবে এবং কেউ
তাতে বাধা দিতে পারবে না- এই বোধ থেকে মানবাধিকারের উৎপত্তি হয়েছে।
ব্যক্তি সমাজ জীবনে যেসব সুযোগ-সুবিধার দাবিদার হয় এবং যা ছাড়া তার ব্যক্তিত্ব বিকশিত হতে পারে না, তাই মানবাধিকার।
ব্যক্তির ভাল থাকা, খাওয়া-পরা, অন্যের জুলুম থেকে নিরাপদ থাকা, কেউ কারো অধিকারে হস্তক্ষেপ না করা এবং ব্যক্তির স্বাধীন চিন্তা ও মুক্তবুদ্ধিকে সম্মান করার অর্থ মানবাধিকার।
আর্টিকেলের শেষকথাঃ মানবাধিকার কি | মানবাধিকার কাকে বলে | মানবাধিকার বলতে কি বুঝায়
আমরা এতক্ষন জেনে নিলাম মানবাধিকার কি | মানবাধিকার কাকে বলে | মানবাধিকার বলতে কি বুঝায় । যদি তোমাদের আজকের এই পড়াটিটি ভালো লাগে তাহলে ফেসবুক বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে পারো। আর এই রকম নিত্য নতুন পোস্ট পেতে আমাদের আরকে রায়হান ওয়েবসাইটের সাথে থাকো।