ক্রমহ্রাসমান উৎপাদন বিধি কি
আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে বিষয় হলো ক্রমহ্রাসমান উৎপাদন বিধি কি | ক্রমহ্রাসমান উৎপাদন বিধি কাকে বলেজেনে নিবো। তোমরা যদি পড়াটি ভালো ভাবে নিজের মনের মধ্যে গুছিয়ে নিতে চাও তাহলে অবশ্যই তোমাকে মনযোগ সহকারে পড়তে হবে। চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা জেনে নেই আজকের ক্রমহ্রাসমান উৎপাদন বিধি কি | ক্রমহ্রাসমান উৎপাদন বিধি কাকে বলে।
ক্রমহ্রাসমান উৎপাদন বিধি কি | ক্রমহ্রাসমান উৎপাদন বিধি কাকে বলে |
ক্রমহ্রাসমান উৎপাদন বিধি কি | ক্রমহ্রাসমান উৎপাদন বিধি কাকে বলে
প্রশ্নঃ ক্রমহ্রাসমান উৎপাদন বিধি কি | ক্রমহ্রাসমান উৎপাদন বিধি কাকে বলে
উত্তরঃ “কোন নির্দিষ্ট পরিমাণ জমিতে অধিক উৎপাদনের আশায় যদি শ্রম ও মূলধন বাড়ানো হয় তবে উৎপাদন ধীরে ধীরে কমে।”
অর্থাৎ, ভূমি হতে উৎপাদন বেশি বাড়ানোর জন্য যদি বেশি পরিমাণ পুঁজি ও শ্রম দেওয়া হয় তবে যে হারে খরচ বাড়ে ঐ হারে উৎপাদন বাড়ে না। উৎপাদন এ প্রবণতাকে ক্রমহ্রাসমান উৎপাদন বিধি বলা হয়।
এ প্রসঙ্গে অধ্যাপক মার্শাল বলেছেন, “কোন নির্দিষ্ট পরিমাণ জমিতে চাষের জন্য অধিক হারে শ্রম ও মূলধন নিয়োগ করতে থাকলে সাধারণত উৎপাদন আনুপাতিক হার অপেক্ষা কম হারে বৃদ্ধি হয়।"
আর্টিকেলের শেষকথাঃ ক্রমহ্রাসমান উৎপাদন বিধি কি | ক্রমহ্রাসমান উৎপাদন বিধি কাকে বলে
আমরা এতক্ষন জেনে নিলাম ক্রমহ্রাসমান উৎপাদন বিধি কি | ক্রমহ্রাসমান উৎপাদন বিধি কাকে বলে। যদি তোমাদের আজকের এই পড়াটিটি ভালো লাগে তাহলে ফেসবুক বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে পারো। আর এই রকম নিত্য নতুন পোস্ট পেতে আমাদের আরকে রায়হান ওয়েবসাইটের সাথে থাকো।