যোগান কি | যোগান কাকে বলে
আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে বিষয় হলো যোগান কি | যোগান কাকে বলে জেনে নিবো। তোমরা যদি পড়াটি ভালো ভাবে নিজের মনের মধ্যে গুছিয়ে নিতে চাও তাহলে অবশ্যই তোমাকে মনযোগ সহকারে পড়তে হবে। চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা জেনে নেই আজকের যোগান কি | যোগান কাকে বলে ।
যোগান কি | যোগান কাকে বলে |
যোগান কি | যোগান কাকে বলে
প্রশ্নঃ যোগান কি | যোগান কাকে বলে
উত্তরঃ সাধারণত যোগান বলতে বিক্রয়যোগ্য কোন প্রব্যের যে পরিমাণ বাজারে বর্তমান থাকে তাকে বুঝায়। কিন্তু অর্থনীতিতে যোগান বিশেষ অর্থে ব্যবহৃত হয়।
কোন বিক্রেতা বা উৎপাদক প্রতিষ্ঠান কোন নির্দিষ্ট সময়ে একটি নির্দিষ্ট দামে প্রব্যের যে পরিমাণ বিক্রয় করতে ইচ্ছুক তাকে অর্থনীতিতে যোগান বলা হয়।
নিম্নে অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে যোগানের একটি প্রামাণ্য সংজ্ঞা তুলে ধরা হল
অর্থনীতিবিদ D. Salvator বলেন, “The quantity of commodity that a single producer is willing to sell over a specific time period" অর্থাৎ, “কোন একজন উৎপাদনকারী কোন নির্দিষ্ট সময়ে কোন দ্রব্যের যতটুকু বিক্রয় করতে ইচ্ছুক তাই ঐ দ্রব্যের যোগান।”
আর্টিকেলের শেষকথাঃ যোগান কি | যোগান কাকে বলে
আমরা এতক্ষন জেনে নিলাম যোগান কি | যোগান কাকে বলে । যদি তোমাদের আজকের এই পড়াটিটি ভালো লাগে তাহলে ফেসবুক বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে পারো। আর এই রকম নিত্য নতুন পোস্ট পেতে আমাদের আরকে রায়হান ওয়েবসাইটের সাথে থাকো।