যোগান বিধি কি | যোগান বিধি বলতে কি বুঝায়
আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে বিষয় হলো যোগান বিধি কি | যোগান বিধি কাকে বলে | যোগান বিধি বলতে কি বুঝায়জেনে নিবো। তোমরা যদি পড়াটি ভালো ভাবে নিজের মনের মধ্যে গুছিয়ে নিতে চাও তাহলে অবশ্যই তোমাকে মনযোগ সহকারে পড়তে হবে। চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা জেনে নেই আজকের যোগান বিধি কি | যোগান বিধি কাকে বলে | যোগান বিধি বলতে কি বুঝায়।
যোগান বিধি কি | যোগান বিধি বলতে কি বুঝায় |
যোগান বিধি কি | যোগান বিধি বলতে কি বুঝায়
প্রশ্নঃ যোগান বিধি কি | যোগান বিধি কাকে বলে | যোগান বিধি বলতে কি বুঝায়
উত্তরঃ যোগান উৎপাদনের সাথে সম্পর্কযুক্ত। এ কারণে দ্রব্যের দাম, উপকরণের দাম, কারিগরি জ্ঞান, আবহাওয়া, সময়, পণ্যের উপর আরোপিত কর প্রভৃতির উপর যোগান নির্ভর করে।
অধ্যাপক মার্শালের মতে, "অন্যান্য সবকিছু অপরিবর্তিত থেকে যদি কোন দ্রব্যের দাম বাড়ে তবে যোগান বাড়বে, দাম কমলে যোগান কমবে।”
কিছু ক্ষেত্রে দাম ও যোগানের এই সমমুখী সম্পর্কের ব্যতিক্রম ঘটে। যেমন- ভবিষ্যতে দামের ব্যাপক পরিবর্তনের (বৃদ্ধির) সম্ভাবনা থাকলে, বর্তমানে দ্রব্যের দাম সামান্য বাড়লেও যোগান বাড়বে না। ভবিষ্যতে লাভবান হওয়ার আশায় দ্রব্য মজুদ করে রাখে।
আবার সীমাবদ্ধ যোগানের ক্ষেত্রে (জয়নুল আবেদীনের শিল্পকর্ম) দাম বৃদ্ধির মাধ্যমে অধিক যোগান লাভের কোন সম্ভাবনা নেই।
আর্টিকেলের শেষকথাঃ যোগান বিধি কি | যোগান বিধি কাকে বলে | যোগান বিধি বলতে কি বুঝায়
আমরা এতক্ষন জেনে নিলাম যোগান বিধি কি | যোগান বিধি কাকে বলে | যোগান বিধি বলতে কি বুঝায়। যদি তোমাদের আজকের এই পড়াটিটি ভালো লাগে তাহলে ফেসবুক বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে পারো। আর এই রকম নিত্য নতুন পোস্ট পেতে আমাদের আরকে রায়হান ওয়েবসাইটের সাথে থাকো।