জাতীয়তা কি | জাতীয়তা বলতে কি বুঝায়
জাতীয়তা কি | জাতীয়তা বলতে কি বুঝায় |
জাতীয়তা কি
জাতীয়তা কি | জাতীয়তা বলতে কি বুঝায়
উত্তর ঃ শব্দগত অর্থে জাতীয়তা বলতে একই বংশোদ্ভূত জনসমাজের ঐক্যবদ্ধ আধ্যাত্ম চেতনা ও মানসিক ধারণাকে বুঝায়। আবার জাতীয়তা বলতে আমরা সেই জনসমষ্টিকে বুঝি, যারা একই ভাষা, সাহিত্য, আদর্শ, আচার, ব্যবহার ও ঐতিহ্যের ঐক্যসূত্রে আবদ্ধ। নিম্নে কয়েকজন লেখকের অভিমত প্রদত্ত হল :
(i) জন স্টুয়ার্ট মিলের মতে, “মানবসমাজের সেই অংশ জাতীয়তায় পরিণত হয়, যারা এমন এক সহানুভূতির সূত্রে আবদ্ধ, যা অন্য কোথাও দেখা যায় না এবং যারা একই সরকারের অধীনে থাকতে আগ্রহী ।”
(ii) রাষ্ট্রবিজ্ঞানী হায়েস বলেছেন, “জাতীয়তাবাদ জাতীয়তা ও দেশপ্রেম এই দুটির আধুনিক অতি স্নায়ুবিক বিষয়ের এক আবেগময় ও অতিশয়োক্তির সমন্বয়।”
(iii) অধ্যাপক লাস্কি বলেছেন, “জাতীয়তা সাধারণত একপ্রকার মানসিক ঐক্যবোধে উদ্বুদ্ধ জনসমষ্টি, যে ঐক্যবোধ কোন জনসমাজকে অন্যান্য জনসমাজ হতে পৃথক করে।”
সুতরাং ধর্ম, ভাষা, রীতিনীতি, কৃষ্টি, সাহিত্য ইত্যাদি এক এরূপ একদল লোকের মনে যে একাত্মবোধ, তার নাম জাতীয়তা।