ফারুকশিয়ারের ফরমান এর শর্ত গুলি কি
ফারুকশিয়ারের ফরমান এর শর্ত গুলি কি |
ফারুকশিয়ারের ফরমান এর শর্ত গুলি কি
- অথবা, ১৭১৭ সালের ফরমানের শর্ত কি ছিল?
উত্তর : ভূমিকা : ভারতে ইউরোপীয়দের আগমন ছিল এক অসাধারণ আলোকছটা। আর ইউরোপীয়দের মধ্যে ইংরেজরাই বেশিদিন স্থায়ী হয়েছিল। বাদশাহী ফরমানের মাধ্যমে তারা এদেশে বাণিজ্যে অনেক সুবিধা পেয়েছিল।
→ ১৭১৭ সালের ফরমানের শর্তসমূহ : নিচে ১৭১৭ সালের ফরমনের শর্তসমূহ আলোচনা করা হলো :
১. সুরাটে বিনা শুল্কে বাণিজ্যের অধিকার : সুরাটে বিনা শুল্কে বাণিজ্য করার অধিকার পায় কোম্পানি।
২. মুদ্রা সরবরাহ : মুর্শিদাবাদের টাকশাল হতে কোম্পানির প্রদত্ত রুপার বিনিময়ে কোম্পানির প্রয়োজনমতো কোম্পানির মুদ্রা সরবরাহের নির্দেশ দেওয়া হয়।
৩. তিন হাজার টাকার বিনিময়ে : বছরে ৩,০০০ টাকার বিনিময়ে বাংলায় বিনা শুল্কে বাণিজ্যের অধিকার লাভ করে।
৪. বাইরে বাণিজ্যের অধিকার : ফরমানের শর্ত অনুযায়ী বাংলার বাইরে বাণিজ্যের সুযোগ দেওয়া হয়।
৫. বৈধ মুদ্রা : বোম্বাইয়ের টাকশালে ছাপানো কোম্পানির মুদ্রা মুঘল সাম্রাজ্যে বৈধ মুদ্রা হিসেবে স্বীকৃতি পাবে।
৬. বাধা সৃষ্টি না করার নির্দেশ : বাংলায় কোম্পানির মাল/ পণ্য চলাচলে বাধা বা অতিরিক্ত কর ধার্য না করার জন্য বাংলার নবাবকে হুশিয়ারি বা নির্দেশ প্রদান করা হয়।
উপসংহার : পরিশেষে বলা যায় যে, বাদশাহী ফরমান ছিল কোম্পানির অনুকূলে। যার ফলে তারা বাণিজ্যের ক্ষেত্রে ব্যাপক উন্নতি সাধন করেছিল।