দ্রব্য কি | দ্রব্য কাকে বলে
আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে বিষয় হলো দ্রব্য কি | দ্রব্য কাকে বলেজেনে নিবো। তোমরা যদি পড়াটি ভালো ভাবে নিজের মনের মধ্যে গুছিয়ে নিতে চাও তাহলে অবশ্যই তোমাকে মনযোগ সহকারে পড়তে হবে। চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা জেনে নেই আজকের দ্রব্য কি | দ্রব্য কাকে বলে।.
দ্রব্য কি | দ্রব্য কাকে বলে |
দ্রব্য কি | দ্রব্য কাকে বলে
প্রশ্ন: দ্রব্য কি | দ্রব্য কাকে বলে
উত্তর :
মৌলিক সংজ্ঞা ঃ পণ্য বলতে উপযোগিতাসম্পন্ন কোন দ্রব্যকে বুঝানো হয়। যে দ্রব্যের মানুষের অভাব পূরণ করার ক্ষমতা আছে এবং যে দ্রব্যের যোগান তার চাহিদার তুলনায় সীমিত তাকে দ্রব্য বা পণ্য বলে ।
সাধারণ অর্থে ঃ সাধারণ অর্থে কোন বস্তু বা জিনিসকে পণ্য বা দ্রব্য বলে।
ব্যাপক অর্থে ঃ অর্থনীতিতে দ্রব্য বা পণ্য বস্তুগত এবং অবস্তুগত উভয় প্রকার হতে পারে। বস্তুগত পণ্য যেমন— খাদ্য, বস্তুআসবাবপত্র ইত্যাদি এবং অবস্তুগত পণ্য যেমন— আলো, বাতাস, গায়কের গান প্রভৃতি অর্থাৎ খাদ্য, বস্ত্র, আসবাবপত আলো, বাতাস ইত্যাদিকে সামগ্রিকভাবে দ্রব্য বা পণ্য বলে ।
আর্টিকেলের শেষকথাঃ দ্রব্য কি | দ্রব্য কাকে বলে
আমরা এতক্ষন জেনে নিলাম দ্রব্য কি | দ্রব্য কাকে বলে। যদি তোমাদের আজকের এই পড়াটিটি ভালো লাগে তাহলে ফেসবুক বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে পারো। আর এই রকম নিত্য নতুন পোস্ট পেতে আমাদের আরকে রায়হান ওয়েবসাইটের সাথে থাকো।