আয় ও বিনিয়োগের মাঝে পার্থক্য লেখ
আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে বিষয় হলো আয় ও বিনিয়োগের মাঝে পার্থক্য লেখ | আয় ও বিনিয়োগ বলতে কি বুঝায় জেনে নিবো। তোমরা যদি পড়াটি ভালো ভাবে নিজের মনের মধ্যে গুছিয়ে নিতে চাও তাহলে অবশ্যই তোমাকে মনযোগ সহকারে পড়তে হবে। চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা জেনে নেই আজকের আয় ও বিনিয়োগের মাঝে পার্থক্য লেখ | আয় ও বিনিয়োগ বলতে কি বুঝায় ।
আয় ও বিনিয়োগের মাঝে পার্থক্য লেখ | আয় ও বিনিয়োগ বলতে কি বুঝায় |
আয় ও বিনিয়োগের মাঝে পার্থক্য লেখ | আয় ও বিনিয়োগ বলতে কি বুঝায়
প্রশ্নঃ আয় ও বিনিয়োগের মাঝে পার্থক্য লেখ | আয় ও বিনিয়োগ বলতে কি বুঝায়
উত্তরঃ প্রত্যেক মানুষ আয় করে, তার কিছু অংশ ভোগের জন্য খরচ করে বাকি অংশ সঞ্চয় করে রাখে। সুতরাং, আয়ের যে অংশ ভোগের জন্য খরচ না করে জমা করে রাখা হয় সেটিই হল সঞ্চয়।
সঞ্চয় বাড়াতে হলে বেশি আয় করতে হবে। আবার সঞ্চয় যখন উৎপাদনের কাজে খাটানো হয় তখন তাকে বিনিয়োগ বলে। বিনিয়োগ হল সঞ্জিত অর্থের দ্বারা পুঁজি বা মূলধন বৃদ্ধি করা।
অর্থাৎ, সঞ্চিত অর্থকে মূলধন গঠনের উদ্দেশ্যে উৎপাদন কাজে নিয়োগ করাকে বিনিয়োগ বলা হয়।
বিনিয়োগ সঞ্চয়ের উপর নির্ভর করে, সঞ্চয় হতেই বিনিয়োগের সৃষ্টি। মানুষের আয় বাড়লে সঞ্চয় বাড়ে; সঞ্চর বাড়লে বিনিয়োগও বাড়ে।
তাই আধুনিক সমাজের অর্থনৈতিক উন্নতির জন্য বিনিয়োগ অপরিহার্য।
আর্টিকেলের শেষকথাঃ আয় ও বিনিয়োগের মাঝে পার্থক্য লেখ | আয় ও বিনিয়োগ বলতে কি বুঝায়
আমরা এতক্ষন জেনে নিলাম আয় ও বিনিয়োগের মাঝে পার্থক্য লেখ | আয় ও বিনিয়োগ বলতে কি বুঝায় । যদি তোমাদের আজকের এই পড়াটিটি ভালো লাগে তাহলে ফেসবুক বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে পারো। আর এই রকম নিত্য নতুন পোস্ট পেতে আমাদের আরকে রায়হান ওয়েবসাইটের সাথে থাকো।