আয় কত প্রকার ও কি কি ? সংক্ষেপে বর্ণনা কর
আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে বিষয় হলো আয় কত প্রকার ও কি কি ? সংক্ষেপে বর্ণনা কর | আয়ের শ্রেণিবিভাগ উল্লেখ করজেনে নিবো। তোমরা যদি পড়াটি ভালো ভাবে নিজের মনের মধ্যে গুছিয়ে নিতে চাও তাহলে অবশ্যই তোমাকে মনযোগ সহকারে পড়তে হবে। চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা জেনে নেই আজকের আয় কত প্রকার ও কী কী? সংক্ষেপে বর্ণনা কর | আয়ের শ্রেণিবিভাগ উল্লেখ কর।
আয় কত প্রকার ও কী কী? সংক্ষেপে বর্ণনা কর | আয়ের শ্রেণিবিভাগ উল্লেখ কর |
আয় কত প্রকার ও কি কি ? সংক্ষেপে বর্ণনা কর | আয়ের শ্রেণিবিভাগ উল্লেখ কর
প্রশ্নঃ আয় কত প্রকার ও কী কী? সংক্ষেপে বর্ণনা কর | আয়ের শ্রেণিবিভাগ উল্লেখ কর
উত্তরঃ ধরন অনুযায়ী আয়কে সাধারণত চার ভাগে ভাগ করা যায়। যথা-
(i) মোট আয়ঃ নির্দিষ্ট সময়ে কোন ব্যক্তির যে উপার্জন তাই ঐ ব্যক্তির মোট আয় ।
(ii) নিট আয়ঃ কোন ব্যক্তির মোট আয় হতে তার আয়কালীন আনুষঙ্গিক খরচ বাদ দিলে যা থাকে তাকে নিট আয় বলে। অর্থাৎ, মোট আয়- আনুষঙ্গিক খরচ : নিট আয়
(iii) আর্থিক আয়ঃ একটি নির্দিষ্ট সময়ে অর্থনৈতিক প্রচেষ্টার বিনিময়ে যে পরিমাণ অর্থ পাওয়া যায় তাই হল আর্থিক আয়। যেমন- একটি লোকের মাসিক ১০,০০০ টাকা বেতন, এটাই তার আর্থিক আয়
(iv) প্রকৃত আয়ঃ অর্থনৈতিক প্রচেষ্টার ফলে একটি নির্দিষ্ট সময়ে যে পরিমাণ সামগ্রী এবং সুখ-স্বাচ্ছন্দ্য পাওয়া যায় তাকে বলে প্রকৃত আয়।
কোন ব্যক্তির প্রকৃত অর্থনৈতিক অবস্থা তার আর্থিক আয়ের উপর নির্ভর করে না। প্রকৃত অর্থনৈতিক অবস্থা তার প্রকৃত আয়ের উপর নির্ভর করে।
আর্টিকেলের শেষকথাঃ আয় কত প্রকার ও কি কি ? সংক্ষেপে বর্ণনা কর | আয়ের শ্রেণিবিভাগ উল্লেখ কর
আমরা এতক্ষন জেনে নিলাম আয় কত প্রকার ও কী কী? সংক্ষেপে বর্ণনা কর | আয়ের শ্রেণিবিভাগ উল্লেখ কর। যদি তোমাদের আজকের এই পড়াটিটি ভালো লাগে তাহলে ফেসবুক বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে পারো। আর এই রকম নিত্য নতুন পোস্ট পেতে আমাদের আরকে রায়হান ওয়েবসাইটের সাথে থাকো।