উদাহরণসহ সংযোজকের ব্যবহার দেখাও
আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে বিষয় হলো উদাহরণসহ সংযোজকের ব্যবহার দেখাও জেনে নিবো। তোমরা যদি পড়াটি ভালো ভাবে নিজের মনের মধ্যে গুছিয়ে নিতে চাও তাহলে অবশ্যই তোমাকে মনযোগ সহকারে পড়তে হবে। চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা জেনে নেই আজকের উদাহরণসহ সংযোজকের ব্যবহার দেখাও । আমাদের গুগল নিউজ ফলো করুন।
উদাহরণসহ সংযোজকের ব্যবহার দেখাও |
উদাহরণসহ সংযোজকের ব্যবহার দেখাও
উত্তর: যুক্তিবাক্যের একটি গুরুত্বপূর্ণ অংশ হলো সংযোজক । সংযোজক সাধারণত ক্রিয়ার মধ্যে মিশে থাকে।
ক্রিয়ার মধ্য থেকে তাদের বের করে এনে উদ্দেশ্য ও বিধেয়ের মাঝখানে স্থাপন করতে হয়। যেমন— 'নাসিমা গান করে।'
এই বাক্যটিকে সংযোজক ব্যবহার করলে পাওয়া যায়- নাসিমা হয় একটি মেয়ে যে গান করে ।
আর্টিকেলের শেষকথাঃ উদাহরণসহ সংযোজকের ব্যবহার দেখাও
আমরা এতক্ষন জেনে নিলাম উদাহরণসহ সংযোজকের ব্যবহার দেখাও । যদি তোমাদের আজকের উদাহরণসহ সংযোজকের ব্যবহার দেখাও পড়াটিটি ভালো লাগে তাহলে ফেসবুক বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে পারো।