সাদাত্ব, সততা, কামাল পদগুলো কীভাবে অজাত্যর্থক পদ ব্যাখ্যা কর
আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে বিষয় হলো সাদাত্ব, সততা, কামাল পদগুলো কীভাবে অজাত্যর্থক পদ ব্যাখ্যা কর জেনে নিবো। তোমরা যদি পড়াটি ভালো ভাবে নিজের মনের মধ্যে গুছিয়ে নিতে চাও তাহলে অবশ্যই তোমাকে মনযোগ সহকারে পড়তে হবে। চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা জেনে নেই আজকের সাদাত্ব, সততা, কামাল পদগুলো কীভাবে অজাত্যর্থক পদ ব্যাখ্যা কর । আমাদের গুগল নিউজ ফলো করুন।
সাদাত্ব, সততা, কামাল পদগুলো কীভাবে অজাত্যর্থক পদ ব্যাখ্যা কর |
সাদাত্ব, সততা, কামাল পদগুলো কীভাবে অজাত্যর্থক পদ ব্যাখ্যা কর
উত্তর: যে পদে শুধুমাত্র ব্যক্ত্যর্থ অথবা জাত্যর্থ আছে তাকে অজাত্যর্থক পদ বলে । অজাত্যর্থক এক সাথে দুইটি বিষয়কে প্রকাশ করে না অর্থাৎ এই পদ বস্তুকে নির্দেশ করে, না হয় গুণকে নির্দেশ করে।
‘সাদাত্ব, সততা' ইত্যাদি শুধুমাত্র গুণকে নির্দেশ করে, কোনো বস্তুকে নয়। আবার 'কামাল' পদটি একজন ব্যক্তিকে নির্দেশ করে, কোনো গুণকে প্রকাশ করে না। কাজেই এই পদগুলো অজাত্যর্থক পদ।
আর্টিকেলের শেষকথাঃ সাদাত্ব, সততা, কামাল পদগুলো কীভাবে অজাত্যর্থক পদ ব্যাখ্যা কর
আমরা এতক্ষন জেনে নিলাম সাদাত্ব, সততা, কামাল পদগুলো কীভাবে অজাত্যর্থক পদ ব্যাখ্যা কর । যদি তোমাদের আজকের সাদাত্ব, সততা, কামাল পদগুলো কীভাবে অজাত্যর্থক পদ ব্যাখ্যা কর পড়াটিটি ভালো লাগে তাহলে ফেসবুক বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে পারো।