শাসন বিভাগ কাকে বলে | শাসন বিভাগ বলতে কী বোঝায়
আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে বিষয় হলো শাসন বিভাগ কাকে বলে | শাসন বিভাগ বলতে কী বোঝায় জেনে নিবো। তোমরা যদি পড়াটি ভালো ভাবে নিজের মনের মধ্যে গুছিয়ে নিতে চাও তাহলে অবশ্যই তোমাকে মনযোগ সহকারে পড়তে হবে। চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা জেনে নেই আজকের শাসন বিভাগ কাকে বলে | শাসন বিভাগ বলতে কী বোঝায় । আমাদের গুগল নিউজ ফলো করুন।
শাসন বিভাগ কাকে বলে | শাসন বিভাগ বলতে কী বোঝায় |
শাসন বিভাগ কাকে বলে | শাসন বিভাগ বলতে কী বোঝায়
- অথবা, নির্বাহী বিভাগ কী?
- অথবা, শাসন বিভাগের সংজ্ঞা দাও ।
- অথবা, শাসন বিভাগ সম্পর্কে সংক্ষেপে লেখ।
উত্তর : ভূমিকা : শাসন বিভাগ হলো সরকারের একটি শক্তিশালী ও গুরুত্বপূর্ণ বিভাগ। সাধারণত রাষ্ট্রীয় প্রশাসন বিভাগে বা ব্যবস্থার প্রেক্ষিতে শাসন বিভাগের উৎপত্তি। আইনসভার মাধ্যমে ইচ্ছা প্রণয়নের শাসন বিভাগের মাধ্যমে আইন বাস্তবায়ন করে।
Prof. Carry বলেছেন, “সরকারের মূল অংশ হলো শাসন বিভাগ। আর আইন বিভাগ ও বিচার বিভাগ শাসন বিভাগকে সংবিধান সম্মত করার মাধ্যম মাত্র।
→ শাসন বিভাগ :. শাসন বিভাগ হলো সরকারের দ্বিতীয় বিভাগ যে, বিভাগের মাধ্যমে রাষ্ট্রীয় নীতি প্রণীত ও কার্যকরী হয় তাকে শাসন বিভাগ বলে।
ব্যাপক অর্থে শাসনের অন্তর্ভুক্ত সচিবালয়ের উচ্চতর কর্মকর্তা হতে গ্রাম্য চৌকিদার পর্যন্ত সবাই শাসন বিভাগের অন্তর্ভুক্ত। শাসন বিভাগ সরকারের গুরুত্বপূর্ণ কার্যাবলি সম্পাদন করে থাকে।
প্রামাণ্য সংজ্ঞা : শাসন বিভাগ সম্বন্ধে বিভিন্ন তাত্ত্বিকগণ মতামত ব্যক্ত করেছেন। নিম্নে তাদের মতামত তুলে ধারা হলো :
Duverrger-এর ভাষায়, “আইনসভা ও বিচার বিভাগ ব্যতীত সরকারি কাজে নিয়োজিত সব কর্মকর্তাই শাসন বিভাগের অন্তর্ভুক্ত।"
Prof Finer বলেন, “শাসন সংক্রান্ত কাজের সাথে সংশ্লিষ্ট সকল ব্যক্তির সমন্বয়ে শাসন বিভাগ গঠিত।
Prof Carry বলেন, “সরকারের মূল অংশ হলো শাসনবিভাগ আর আইনবিভাগ ও বিচার বিভাগ শাসন বিভাগের কাজকে সংবিধানসম্মত করার মাধ্যম মাত্র।”
Lord Bryce-এর মতে, “সরকারের শাসনকার্যে নিযুক্ত ব্যক্তি সমষ্টিই হলো শাসন বিভাগ।”
-Prof Banker-এর ভাষায়, শাসনবিভাগ হলো আইন বিভাগ ও বিচার বিভাগ ব্যতীত সরকারি কার্যে নিযুক্ত সকল কর্মচারীদের সমন্বয়ে গঠিত বিভাগ ।”
উপসংহার : পরিশেষে বলা যায় যে, নির্বাহী বিভাগ নিঃসন্দেহে | সরকারের বিভাগগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজগুলো করে থাকে । এছাড়া নির্বাহী বিভাগের হাতে রাষ্ট্রের সকল ক্ষমতা কুক্ষিগত থাকে।
তবে ক্রমান্বয়ে শাসন বিভাগের ক্ষমতা অপ্রতিহত অবস্থায় ধাবিত হচ্ছে। তাই বলা যায়, শাসন বিভাগের লাগামহীন ক্ষমতা স্বৈরাচারী শাসকের উত্থান রুখতে পারে ।
আর্টিকেলের শেষকথাঃ শাসন বিভাগ কাকে বলে | শাসন বিভাগ বলতে কী বোঝায়
আমরা এতক্ষন জেনে নিলাম শাসন বিভাগ কাকে বলে | শাসন বিভাগ বলতে কী বোঝায়। যদি তোমাদের আজকের শাসন বিভাগ কাকে বলে | শাসন বিভাগ বলতে কী বোঝায় পড়াটিটি ভালো লাগে তাহলে ফেসবুক বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে পারো।