২৯টি স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস ২০১৪ সালের প্রশ্ন ও উত্তর
আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে বিষয় হলো স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস ২০১৪ সালের প্রশ্ন ও উত্তর জেনে নিবো। তোমরা যদি পড়াটি ভালো ভাবে নিজের মনের মধ্যে গুছিয়ে নিতে চাও তাহলে অবশ্যই তোমাকে মনযোগ সহকারে পড়তে হবে। চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা জেনে নেই আজকের স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস ২০১৪ সালের প্রশ্ন ও উত্তর । আমাদের গুগল নিউজ ফলো করুন।
১২টি স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস ২০১৪ সালের প্রশ্ন ও উত্তর |
১7টি স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস ২০১৪ সালের প্রশ্ন ও উত্তর বিষয় কোড : 211501
(ক) ভূ-প্রকৃতিগত বৈশিষ্ট্য অনুযায়ী বাংলাদেশকে কয়টি ভাগে ভাগ করা যায়? (How many physiographic regions are there in Bangladesh?)
উত্তর : ভূ-প্রকৃতিগত বৈশিষ্ট্য অনুযায়ী বাংলাদেশকে তিন ভাগে ভাগ করা যায় ।
(খ) বাংলা ভাষার উদ্ভব হয়েছে কোন ভাষা থেকে? (From which language has the Bengali language originated?)
উত্তর : বাংলা ভাষার উদ্ভব হয়েছিল ইন্দো-ইউরোপীয় ভাষা থেকে ।
(গ) অবিভক্ত বাঙলার শেষ মুখ্যমন্ত্রী কে ছিলেন? (Who was the last Chief Minister of the undivided Bengali?)
উত্তর : অবিভক্ত বাংলার শেষ মুখ্যমন্ত্রী ছিলেন হোসেন শহীদ সোহ্রাওয়ার্দী।
(ঘ) ঐতিহাসিক লাহোর প্রস্তাব উত্থাপিত হয় কত সালে? (When was the historical Lahore the Resolution presented?)
উত্তর : ঐতিহাসিক লাহোর প্রস্তাব উত্থাপিত হয় ২৩ মার্চ ১৯৪০ সালে ।
(ঙ) রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ কবে গঠিত হয়? (When was the State Language Movement Council formed?)
উত্তর : ১ অক্টোবর ১৯৪৭ সালে ।
(চ) মৌলিক গণতন্ত্রের আদেশ কবে জারি করা হয়? (When was the Basic Democracy ordinance proclaimed?)
উত্তর : ১৯৫৯ সালের ২৬ অক্টোবর।
তথ্য সূত্র : ড. মোহাম্মদ দেলোয়ার হোসেন রচিত বইয়ের— তথানুসারে
(ছ) শেখ মুজিবুর রহমানকে কবে ‘বঙ্গবন্ধু' উপাধিতে ভূষিত করা হয়? (When was the title 'Bangabandu' conferred on Sheikh Mujibur Rahman?)
উত্তর : ২৩ ফেব্রুয়ারি, ১৯৬৯ সালে রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান)।
(জ) ২৫ মার্চের গণহত্যার সাংকেতিক নাম কি ছিল? (What was the code name of the genocide of the 25th March?)
উত্তর : ২৫ মার্চের গণহত্যার সাংকেতিক নাম অপারেশন সার্চলাইট।
(ঝ) মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ মোট কয়টি সেক্টরে বিভক্ত ছিল? (How many sector were Bangladesh divided into during the war of Independence?)
উত্তর : মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশ ১১টি সেক্টরে বিভক্ত ছিল ।
(ঞ) ১৯৭১ সালের অস্থায়ী সরকারের রাষ্ট্রপতি কে ছিলেন? (Who was the President of the Provisional Government in 1971?)
উত্তর : সৈয়দ নজরুল ইসলাম।
(ট) বাংলাদেশ সংবিধান কত তারিখ থেকে কার্যকর হয়েছে? (On which date the Constitution of Bangladesh come to effect?)
উত্তর : ১৬ ডিসেম্বর, ১৯৭২ সালে ।
(ঠ) বঙ্গবন্ধু কত তারিখে সপরিবারে নিহত হন? (In which date Bangabandu and his family killed?)
উত্তর : ১৫ আগস্ট, ১৯৭৫ সালে ।
খ - বিভাগ
২। বাংলা নামের উৎপত্তি সম্পর্কে টীকা লিখ । (Write a short note about the origin of the name of Bangla.)
উত্তর : এই প্রশ্নটির উত্তর জানতে ক্লিক করুন।
৩। ‘বাঙালি’ সংকর জাতি- ব্যাখ্যা কর। (Bangali is a 'hybrid nation'-Explain it. )
উত্তর : এই প্রশ্নটির উত্তর জানতে ক্লিক করুন।
৪ । দ্বি-জাতি তত্ত্ব সম্পর্কে সংক্ষেপে লিখ । (Briefly discuss 'Two-nation'theory.)
উত্তর : এই প্রশ্নটির উত্তর জানতে ক্লিক করুন।
৫। বসু-সোহরাওয়ার্দী চুক্তি কি? (What is Basu - Suhrawardi treaty?)
উত্তর : এই প্রশ্নটির উত্তর জানতে ক্লিক করুন।
৬। যুক্তফ্রন্ট সম্পর্কে সংক্ষেপে লিখ। (Write a short note on the United Front.)
উত্তর : এই প্রশ্নটির উত্তর জানতে ক্লিক করুন।
৭। মৌলিক গণতন্ত্রের বৈশিষ্ট্যসমূহ সংক্ষেপে আলোচনা কর । (Briefly discuss the characteristics of Basic Democracy.)
উত্তর : এই প্রশ্নটির উত্তর জানতে ক্লিক করুন।
৮। আগরতলা আমলার কারণ কি ছিল? (What was the reason of Agortola case?)
উত্তর : এই প্রশ্নটির উত্তর জানতে ক্লিক করুন।
৯। মুজিবনগর সরকার সম্পর্কে সংক্ষেপে লিখ । (Write a brief note about the Mujibnagar government.)
উত্তর : এই প্রশ্নটির উত্তর জানতে ক্লিক করুন।
গ-বিভাগ [যে-কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও।]
১০। বাংলাদেশের অধিবাসীদের আর্থ-সামাজিক জীবনধারায় ভূ-প্রকৃতিক প্রভাব আলোচনা কর । (Discuss the impact of geography on the socioeconomic life of the people of Bangladesh.)
উত্তর : এই প্রশ্নটির উত্তর জানতে ক্লিক করুন।
১১। উপনিবেশিক শাসনামলে সাম্প্রদায়িকতার উদ্ভব ও এর ফলাফল ব্যাখ্যা কর । (Explain the rise and consequence of communalism during the colonial rule.)
উত্তর : এই প্রশ্নটির উত্তর জানতে ক্লিক করুন।
১২। লাহোর প্রস্তাবের মূল প্রতিপাদ্য বিষয় কি ছিল? (What was the main theme of the Lahore Resolution?)
উত্তর : এই প্রশ্নটির উত্তর জানতে ক্লিক করুন।
১৩। বাঙালি জাতীয়তাবাদ বিকাশে ভাষা আন্দোলনের গুরুত্ব আলোচনা কর। (Discuss the importance of the Language Movement in the evolution of Bengali nationalism.)
উত্তর : এই প্রশ্নটির উত্তর জানতে ক্লিক করুন।
১৪। ছয়-দফা কর্মসূচিকে কেন বাঙালির ‘ম্যাগনাকার্টা' বলা হয়। (Why the Six-point demand is called the 'Magnacarta' of the Bangalees ?)
উত্তর : এই প্রশ্নটির উত্তর জানতে ক্লিক করুন।
১৫। ১৯৬৯ সালের গণ-অভ্যুত্থানের পটভূমি ও ফলাফল আলোচনা কর । (Discuss the backgroimd and significance of the Mass Upsurge of 1969.)
উত্তর : এই প্রশ্নটির উত্তর জানতে ক্লিক করুন।
১৬। ১৯৭২ সালের সংবিধানের প্রধান বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর ।(Discuss the main features of the Constitution of 1972.)
উত্তর : এই প্রশ্নটির উত্তর জানতে ক্লিক করুন।
১৭। যুদ্ধ বিধ্বস্ত দেশ পুনর্গঠনে বঙ্গবন্ধু সরকারের গৃহীত পদক্ষেপসমূহ আলোচনা কর । (Discuss the initiatives of the Bangabandhu government to reconstruct the war destroyed country.)
উত্তর : এই প্রশ্নটির উত্তর জানতে ক্লিক করুন।
আর্টিকেলের শেষকথাঃ ১২টি স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস ২০১৪ সালের প্রশ্ন ও উত্তর
আমরা এতক্ষন জেনে নিলাম ১২টি স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস ২০১৪ সালের প্রশ্ন ও উত্তর । যদি তোমাদের আজকের ১২টি স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়ের ইতিহাস ২০১৪ সালের প্রশ্ন ও উত্তর পড়াটিটি ভালো লাগে তাহলে ফেসবুক বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে পারো।