রাজশক্তির ক্ষমতার উৎস কি
আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে বিষয় হলো রাজশক্তির ক্ষমতার উৎস কি জেনে নিবো। তোমরা যদি পড়াটি ভালো ভাবে নিজের মনের মধ্যে গুছিয়ে নিতে চাও তাহলে অবশ্যই তোমাকে মনযোগ সহকারে পড়তে হবে। চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা জেনে নেই আজকের রাজশক্তির ক্ষমতার উৎস কি। আমাদের গুগল নিউজ ফলো করুন।.
রাজশক্তির ক্ষমতার উৎস কি |
রাজশক্তির ক্ষমতার উৎস কি
- অথবা, ক্ষমতার ভিত্তিগুলো কী কী?
- অথবা, রাজশক্তির ক্ষমতার উৎসসমূহ সংক্ষেপে লেখ
উত্তর : ভূমিকা : ব্রিটেনের রাজতন্ত্র ব্রিটিশ শাসনব্যবস্থায় একটি প্রাচীনতম রাজনৈতিক প্রতিষ্ঠান হিসেবে পরিচিত। ব্রিটেনের রাজতন্ত্রের সূত্রপাত ঘটে পঞ্চম শতাব্দীর তৃতীয় দশকে।
পঞ্চম শতাব্দীতে মূল ইউরোপীয় ভূ-খণ্ড থেকে এ্যাংলো স্যাক্সসন প্রভৃতি উপজাতির লোকেরা ইংল্যান্ডে আসেন।
এ সময় সমস্ত অধিকৃত অঞ্চল একজন সার্বভৌমের অধীনে আসে এভাবে পঞ্চম শতাব্দীতেই এ্যাংলো স্যাক্সসন যুগে ব্রিটেনে রাজতন্ত্রের সূত্রপাত হয়।
→ রাজতন্ত্রে ক্ষমতার উৎস : ব্রিটেনের রাজা বা রানির বিপুল ক্ষমতার সৃষ্টি হয়েছে দুটি উৎস থেকে;
যথা :
(ক) পার্লামেন্ট কর্তৃক প্রণীত আইন ও
(খ) রাজশক্তির বিশেষাধিকার।
নিম্নে এ সম্পর্কে আলোচনা করা হলো :
(ক) পার্লামেন্ট কর্তৃক প্রণীত আইন : ব্রিটিশ পার্লামেন্ট বর্তমানে বিভিন্ন ক্ষেত্রে বিধিবদ্ধভাবে রাজা বা রানিকে কতকগুলো ক্ষমতা দিয়েছে। এসব ক্ষমতার ভিত্তিতেই সরকারের বিভিন্ন দপ্তরের কার্যাবলি সম্পাদিত হয়ে থাকে।
তাছাড়া অর্পিত ক্ষমতা প্রসূত আইন এর মাধ্যমেই শাসন বিভাগীয় বহুবিধ কার্য সম্পাদিত হয়। মন্ত্রীর অর্পিত ক্ষমতার ভিত্তিতে প্রশাসনিক কার্যাবলি পরিচালনার জন্য প্রয়োজনীয় নিয়মকানুন প্রণয়ন করেন।
এগুলো পার্লামেন্ট কর্তৃক বিধিবদ্ধ অর্থাৎ আইনের বিরোধী না হলে আইনের মতোই বলবৎ হয়। এগুলোকে সপরিষদ রাজাজ্ঞা বলা হয়ে থাকে।
(খ) রাজশক্তির বিশেষাধিকার : ব্রিটেনের রাজশক্তি ক্ষমতার অরেকটি গুরুত্বপূর্ণ উৎস হলো বিশেষাধিকার। সাধারণত ব্রিটেনের চিরাচরিত প্রভাবের ভিত্তিতে গড়ে উঠে। ক্ষমতাসমূহ রাজার বিশেষাধিকার হিসেবে পরিচিত।
বিশেষাধিকার সম্পর্কিত রাজশক্তির ক্ষমতাগুলো প্রচলিত প্রাচীন রীতিনীতির উপর নির্ভরশীল। রাজকীয় দায়দায়িত্ব সঠিকভাবে পালনের প্রয়োজনীয় উদ্যোগ, আয়োজন ও নীতি নিয়ন্ত্রণের জন্য অধিকতর ক্ষমতার প্রয়োজন দেখা দেয়।
এ প্রয়োজনীয়তার উপলব্ধি থেকেই ব্রিটেনের শাসনব্যবস্থায় প্রথাগত আইন এর অংশ হিসেবে সকল রাজা বা রানি ধারাবাহিকভাবে কতকগুলো অধিকার ভোগ করেন। এগুলোকে ব্রিটেনের রাজশক্তির বিশেষাধিকার হিসেবে গণ্য করা হয়।
উপসংহার : পরিশেষে বলা যায় যে, ব্রিটিশ রাজশক্তি যেসব ক্ষমতার অধিকার ছিল তা বহুদিনের বিবর্তনের ফলে বর্তমানে ব্রিটিশ পার্লামেন্ট ক্ষমতা বৃদ্ধির কারণে রাজশক্তির ক্ষমতা বহুলাংশে হ্রাস পেলেও ব্রিটেনের রাষ্ট্রীয় কর্মপরিধির প্রসার এবং গণতান্ত্রিক শাসনব্যবস্থার বিকাশের ফলে রাজশক্তির হাতে নতুন অনেক ক্ষমতা এসেছে।
আর্টিকেলের শেষকথাঃ রাজশক্তির ক্ষমতার উৎস কি
আমরা এতক্ষন জেনে নিলাম রাজশক্তির ক্ষমতার উৎস কি। যদি তোমাদের আজকের রাজশক্তির ক্ষমতার উৎস কি পড়াটিটি ভালো লাগে তাহলে ফেসবুক বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে পারো।