প্রথা বলতে কি বোঝায় | প্রথা কাকে বলে
আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে বিষয় হলো প্রথা বলতে কি বোঝায় | প্রথা কাকে বলে জেনে নিবো। তোমরা যদি পড়াটি ভালো ভাবে নিজের মনের মধ্যে গুছিয়ে নিতে চাও তাহলে অবশ্যই তোমাকে মনযোগ সহকারে পড়তে হবে। চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা জেনে নেই আজকের প্রথা বলতে কি বোঝায় | প্রথা কাকে বলে। আমাদের গুগল নিউজ ফলো করুন।.
প্রথা বলতে কি বোঝায় | প্রথা কাকে বলে |
প্রথা বলতে কি বোঝায় | প্রথা কাকে বলে
- অথবা, সাংবিধানিক আইন কাকে বলে?
- অথবা, প্রথা বলতে কি বুঝ?
- অথবা, সাংবিধানিক রীতিনীতি কী?
- অথবা, সাংবিধানিক রীতিনীতির সংজ্ঞা দাও।
উত্তর : ভূমিকা : ব্রিটেনের শাসন ব্যবস্থার অন্যতম প্রধান উৎস হলো প্রথা। প্রথা শাসনতন্ত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। রাষ্ট্রবিজ্ঞানী অর্গের মতে, “প্রথাগত আইন হলো আইন সম্পর্কিত নীতি ও প্রথার সমন্বয়।” শতাব্দীর পর শতাব্দী ধরে প্রচলিত থাকার ফলে প্রথাসমূহ বাধ্যতামূলক চরিত্র অর্জন করেছে।
→ প্রথাগত বিধানের সংজ্ঞা : ব্রিটেনের শাসনব্যবস্থায় প্রথা বলতে সাধারণত যেসব সাংবিধানিক রীতিনীতি, বিধান বা প্রবচনসমূহকে বুঝায়।
যেগুলো অলিখিত এবং দীর্ঘদিন প্রচলিত ও ব্যবহৃত হওয়ার ফলে আইনের মর্যাদা লাভ করেছে। এগুলো নিয়মিত মান্য করা হয়। কিন্তু এগুলো আদালত কর্তৃক বিচার্য বিষয় নয় ।
প্রামাণ্য সংজ্ঞা : বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী প্রথাগত বিধান বা শাসনতান্ত্রিক রীতিনীতি সম্পর্কে বিভিন্ন ধরনের মন্তব্য ও মতামত ব্যক্ত করেছেন। নিম্নে এ বিষয়ে আলোচনা করা হলো :
Prof. A. V. Dicey বলেছেন, “দেশাচার হলো রাজা তার অবারিত ক্ষমতা কিভাবে কার্যকর করবেন এবং রাজনীতিনির্ধারণ করার নিয়মাবলি।”
Prof. K. C. Wheare-এর মতে, “শাসনতান্ত্রিক রীতি বলতে শাসনব্যবস্থা সম্পর্কিত যেসব নিয়ম পদ্ধতি বুঝায় যেগুলো আইনের অংশ না হলেও বাধ্যতামূলকভাবে গৃহীত হয় ও দেশের রাজনৈতিক সংগঠনকে নিয়ন্ত্রণ করে এবং সুস্পষ্টভাবে শাসনব্যবস্থার একটি অংশে পরিণত হয়
Prof. Ogg বলেছেন, “প্রথাগত বিধান হচ্ছে এমন কতিপয় অভ্যাস বা বুঝাপড়া, যেগুলো সরকারি কর্তৃপক্ষ পারস্পরিক সম্পর্ক এবং ক্রিয়াকলাপকে নিয়ন্ত্রণ করে।"
মার্শাল ও মুভি বলেছেন "Convention are non-legal rules regulating the way in which legal rules shall be applied."
উপসংহার : পরিশেষে বলা যায় যে, প্রথাগত বিধান বলতে আমরা বুঝি এমন সব অভ্যাস ঐতিহ্য বুঝাপড়া, প্রথা, রীতিনীতি যা আদালত কর্তৃক আইন হিসেবে বলবৎযোগ্য না হলেও নিয়মিত পালন করা হয় এক যা বিভিন্ন সরকারি কার্যকলাপও পারস্পরিক সম্পর্কাদি নিয়ন্ত্রণ করে।
আর্টিকেলের শেষকথাঃ প্রথা বলতে কি বোঝায় | প্রথা কাকে বলে
আমরা এতক্ষন জেনে নিলাম প্রথা বলতে কি বোঝায় | প্রথা কাকে বলে। যদি তোমাদের আজকের প্রথা বলতে কি বোঝায় | প্রথা কাকে বলে পড়াটিটি ভালো লাগে তাহলে ফেসবুক বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে পারো।