পার্লামেন্ট সম্পর্কিত প্রথাগত মাধ্যমগুলো উল্লেখ কর
পার্লামেন্ট সম্পর্কিত প্রথাগত মাধ্যমগুলো উল্লেখ কর |
পার্লামেন্ট সম্পর্কিত প্রথাগত মাধ্যমগুলো উল্লেখ কর
অথবা, পার্লামেন্ট সম্পর্কিত প্রথাগত বিধানগুলো কী কী?
অথবা, পালামেন্ট সম্পর্কিত প্রথাগত পদ্ধতিগুলো লেখ।
উত্তর : ব্রিটিশ পার্লামেন্টের উভয় কক্ষকে বহুবিধ কার্য সম্পাদন করতে হয়। পার্লামেন্টের কার্যাদি সম্পাদনের ব্যাপারে কতকগুলো শাসনতান্ত্রিক রীতিনীতি দেখা যায় ।
→ পার্লামেন্ট সম্পর্কিত সাংবিধানিক রীতিনীতি : পার্লামেন্টের বিভিন্ন কার্য পরিচালনার জন্য প্রণীত আইন যথেষ্ট নয়। তাই পার্লামেন্টের উভয় কক্ষের কার্যাবলি ও সম্পর্ক সাংবিধানিক প্রথা দ্বারা নিয়ন্ত্রিত হয়। এগুলো হলো :
১. বছরে অন্তত একবার রানি প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী পার্লামেন্টের অধিবেশন আহ্বান করবেন।
২. প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী কার্যক্রম শেষ হওয়ার পূর্বেই রাজা বা রানি কমন্সসভা ভেঙে দিতে পারবেন।
৩. কমন্সসভার স্পিকার দল নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবেন।
৪. লর্ডসভাও কমন্সসভার মধ্যে বিরোধের ক্ষেত্রে কমন্সসভার প্রাধান্যই বজায় রাখে ।
৫. অর্থবিল শুধু কমন্সসভায় উত্থাপিত হবে।
৬. লর্ডসভা যখন সর্বোচ্চ আপিল আদালত হিসেবে বিচারকার্য সম্পাদন করবে, তখন কেবল মাত্র আইনে লর্ডগণই উপস্থিত থাকবেন ।
৭. যে দল পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবে সে দলের সদস্যগণই কেবিনেট বা মন্ত্রিসভা গঠন করবে।
৮. পার্লামেন্টের কর্মসূচি বিরোধী দলের সাথে আলোচনা করে রচিত হবে।
৯. পার্লামেন্টের বিভিন্ন কমিটি সমানুপাত হারে সকল সদস্যদের নিয়ে গঠিত হবে।
উপসংহার : পরিশেষে বলা যায় যে, উপর্যুক্ত প্রথা বা রীতিনীতি ব্রিটিশ সংবিধানের প্রথাসমূহের মধ্যে অন্যতম। মূলত ব্রিটিশ সংবিধান অলিখিত হওয়ায় সংবিধানের একটি বিরাট অংশ জুড়ে আছে প্রথা রীতিনীতি। এ সাংবিধানিক প্রথা বা রীতিনীতির উপর ভিত্তি করেই ব্রিটিশ শাসনব্যবস্থা আবর্তিত এবং নিয়ন্ত্রিত হয়।