মুহাম্মদ বিন কাসিমের কৃতিত্ব কি ছিল
আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে বিষয় হলো মুহাম্মদ বিন কাসিমের কৃতিত্ব কি ছিল জেনে নিবো। তোমরা যদি পড়াটি ভালো ভাবে নিজের মনের মধ্যে গুছিয়ে নিতে চাও তাহলে অবশ্যই তোমাকে মনযোগ সহকারে পড়তে হবে। চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা জেনে নেই আজকের মুহাম্মদ বিন কাসিমের কৃতিত্ব কি ছিল। আমাদের গুগল নিউজ ফলো করুন।
মুহাম্মদ বিন কাসিমের কৃতিত্ব কি ছিল |
মুহাম্মদ বিন কাসিমের কৃতিত্ব কি ছিল
- অথবা, সিন্ধু বিজয়ে মুহাম্মদ বিন কাশিমের কৃতিত্ব ইতিহাসে কেন উল্লেখযোগ্য?
- অথবা, মুহাম্মদ-বিন-কাসিমের কৃতিত্ব সম্পর্কে কি জান?
- অথবা, মুহাম্মদ-বিন-কাসিমের কৃতিত্ব সম্পর্কে একটি টীকা লিখ ।
উত্তর : ভূমিকা : মুহাম্মদ-বিন-কাসিম বহুমুখী প্রতিভার অধিকারী ছিলেন। তিনি মাত্র ১৭ বৎসর বয়সে সিন্ধু অভিযান পরিচালনা করে মুসলিম বিশ্বের ইতিহাসে একটি গৌরবোজ্জ্বল অধ্যায়ের সংযোজন করেন।
ঐতিহাসিক মরজুরানি বলেন, মুহম্মদ-বিন-কাসিম সর্বযুগের জন্য একজন শ্রেষ্ঠ ব্যক্তি ছিলেন । তিনি উমাইয়া খলিফা আল-ওয়ালিদের পূর্বাঞ্চলীয় শাসনকর্তা হাজ্জাজ-বিন-ইউসুফের ভ্রাতুষ্পুত্র ও জামাতা।
মুহাম্মদ-বিন-কাসিমের কৃতিত্ব : অসাধারণ সমরবিজয়ী, কূটকৌশলী ও সুদক্ষ সেনাপতি মুহাম্মদ-বিন-কাসিমের কৃতিত্ব সংক্ষেপে আলোচনা করা হলো :
১. সিন্ধু ও মুলতান বিজয় : ৭১০ সালে ওবায়দুল্লাহ- ও বুদাইলের নেতৃত্বে সিন্ধু রাজা দাহিরের বিরুদ্ধে প্রেরিত পর পর দুটি অভিযান ব্যর্থতায় পর্যবসিত হলে পরাজয়ের গ্লানি মুছে ফেলার জন্য হাজ্জাজ-বিন-ইউসুফ ৭১১ সালে ৬,০০০ অশ্বারোহী ও ৬,০০০ উষ্টারোহী সৈন্যসহ তরুণ সেনাপতি ও জামাতা মুহাম্মদ-বিন- কাসিমকে সিন্ধু জয়ে প্রেরণ করেন। এ সময় দাহিরের অত্যাচারে অতিষ্ঠ হয়ে জাঠ ও মেঠদের অনেকে সৈনিক হিসেবে তার সেনাবাহিনীতে যোগদান করে।
৭১২ সালে তিনি দেবল ও পরবর্তীতে নিরুন মিরওয়ান ও সিসাম অধিকার করে রাওয়ারে রাজা দাহিরকে পরাজিত ও নিহত করেন।
অতঃপর তিনি ব্রাহ্মণ্যাবাদ, আরোর ও মুলতান দখল করেন। এভাবে মুহাম্মদ-বিন-কাসিম রাজা দাহিরের সমগ্র রাজ্যে ইসলামের পতাকা উড্ডয়ন করেন ।
২. বিজ্ঞ শাসক : মুহাম্মদ-বিন-কাসিম তিন বৎসরের কিছু বেশি সময় সিন্ধু শাসন করেন। তিনি শাসক হিসেবে যথেষ্ট বিজ্ঞতার পরিচয় দেন। মুহাম্মদ-বিন-কাসিম ছিলেন একজন সুদক্ষ সেনাপতি, সুশাসক, রাজনীতিবিদ ও কবি।
বহুমুখী প্রতিভার অধিকারী ছিলেন মুহাম্মদ-বিন-কাসিম। তার সিন্ধু বিজয়ের ফলে একদিকে ভারতীয়দের সামনে ব্যবসা-বাণিজ্যের সুযোগের দ্বার খুলে যায়। অন্যদিকে মুসলমানগণ বঙ্গ-ভারতের জ্ঞানবিজ্ঞানের দ্বারা উপকৃত হন।
উপসংহার : পরিশেষে বলা যায় যে, ভারতীয় উপমহাদেশের প্রথম মুসলমান শাসক হিসেবে মুহাম্মদ-বিন-কাসিম যে প্রজ্ঞার পরিচয় দিয়েছেন তাতে তার নাম ইতিহাসে নিঃসন্দেহে অবিস্মরণীয় হয়ে আছেন।
কিন্তু তার বেদনাদায়ক পতন ছিল সত্যিই মর্মান্তিক এজন্য ড. ঈশ্বরী প্রসাদ বলেছেন, তার পতন ছিল উত্থানেরই মত আকস্মিক (His fall was a sudden as his meteoric rise) |
আর্টিকেলের শেষকথাঃ মুহাম্মদ বিন কাসিমের কৃতিত্ব কি ছিল
আমরা এতক্ষন জেনে নিলাম মুহাম্মদ বিন কাসিমের কৃতিত্ব কি ছিল। যদি তোমাদের আজকের মুহাম্মদ বিন কাসিমের কৃতিত্ব কি ছিল পড়াটিটি ভালো লাগে তাহলে ফেসবুক বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে পারো।