মানুষ হয় দ্বিপদ পদটির ব্যাখ্যা দাও
আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে বিষয় হলো মানুষ হয় দ্বিপদ পদটির ব্যাখ্যা দাও জেনে নিবো। তোমরা যদি পড়াটি ভালো ভাবে নিজের মনের মধ্যে গুছিয়ে নিতে চাও তাহলে অবশ্যই তোমাকে মনযোগ সহকারে পড়তে হবে। চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা জেনে নেই আজকের মানুষ হয় দ্বিপদ পদটির ব্যাখ্যা দাও । আমাদের গুগল নিউজ ফলো করুন।
মানুষ হয় দ্বিপদ পদটির ব্যাখ্যা দাও |
মানুষ হয় দ্বিপদ পদটির ব্যাখ্যা দাও
উত্তর: ‘মানুষ হয় দ্বিপদ’– এ যুক্তিবাক্যে ‘দ্বিপদ' কথাটি ‘মানুষ' পদ সম্বন্ধে স্বীকার করা হয়েছে। কাজেই ‘দ্বিপদ' পদটি বিধেয় ।
কিন্তু এই যুক্তিবাক্যে ‘মানুষ’ ও ‘দ্বিপদ' পদের মধ্যে যে বিশেষ ধরনের সম্পর্ক বিদ্যমান তাকেই বলা হয় বিধেয়ক।
এখানে উল্লেখ্য যে, সম্পর্কের বিচারে ‘দ্বিপদ' পদটি 'মানুষ' পদের একটি অবান্তর লক্ষণ নামক বিধেয়ক। অতএব, বলা যায় যে, ‘মানুষ হয় দ্বিপদ'-পদটি বিধেয়ক।
আর্টিকেলের শেষকথাঃ মানুষ হয় দ্বিপদ পদটির ব্যাখ্যা দাও
আমরা এতক্ষন জেনে নিলাম মানুষ হয় দ্বিপদ পদটির ব্যাখ্যা দাও । যদি তোমাদের আজকের মানুষ হয় দ্বিপদ পদটির ব্যাখ্যা দাও পড়াটিটি ভালো লাগে তাহলে ফেসবুক বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে পারো।