৫৮টি যুক্তিবিদ্যা ১ম পত্র ১ম অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর
আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে বিষয় হলো যুক্তিবিদ্যা ১ম পত্র ১ম অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর জেনে নিবো। তোমরা যদি পড়াটি ভালো ভাবে নিজের মনের মধ্যে গুছিয়ে নিতে চাও তাহলে অবশ্যই তোমাকে মনযোগ সহকারে পড়তে হবে। চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা জেনে নেই আজকের যুক্তিবিদ্যা ১ম পত্র ১ম অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর । আমাদের গুগল নিউজ ফলো করুন।
৫৮টি যুক্তিবিদ্যা ১ম পত্র ১ম অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর |
প্রশ্ন-১. কোন গ্রিক শব্দ থেকে Logic শব্দটির উৎপত্তি ঘটেছে?
উত্তর: গ্রিক শব্দ Logike থেকে Logic শব্দটির উৎপত্তি ঘটেছে।
প্রশ্ন-২. Logike শব্দটি কোন গ্রিক শব্দের বিশেষণ?
উত্তর: Logike শব্দটি Logos শব্দের বিশেষণ।
প্রশ্ন-৩. Logos শব্দের অর্থ কী?
উত্তর: Logos শব্দের অর্থ চিন্তা বা ভাষা ।
প্রশ্ন-৪. উৎপত্তিগত অর্থে যুক্তিবিদ্যা কী?
উত্তর: উৎপত্তিগত অর্থে যুক্তিবিদ্যা হলো ভাষায় প্রকাশিত চিন্তার বিজ্ঞান ।
প্রশ্ন-৫. যৌক্তিক অনুমানের লক্ষ্য কী?
উত্তর: যৌক্তিক অনুমানের লক্ষ্য সত্যকে অর্জন করা ।
প্রশ্ন-৬. যুক্তিবিদ্যায় 'চিন্তা' দ্বারা কী বোঝায়?
উত্তর: যুক্তিবিদ্যায় 'চিন্তা' দ্বারা অনুমানকে বোঝায় ।
প্রশ্ন-৭. যুক্তিবিদ্যা যোসেফের একটি গ্রন্থের নাম লেখো ।
উত্তর: যুক্তিবিদ যোসেফের একটি গ্রন্থ হলো- An Introduction to Logic.
প্রশ্ন-৮. যুক্তিবিদ্যার ওপর এরিস্টটলের রচিত গ্রন্থের নাম কী?
উত্তর: যুক্তিবিদ্যার ওপর এরিস্টটলের রচিত গ্রন্থের নাম 'অর্গানন' ।
প্রশ্ন-৯. অর্গানন ছাড়াও আর কোন গ্রন্থে এরিস্টটল যুক্তিবিদ্যার আলোচনা করেন?
উত্তর: অর্গানন ছাড়াও Metaphysics গ্রন্থে এরিস্টটল যুক্তিবিদ্যার আলোচনা করেন ।
প্রশ্ন-১০. কলা বলতে কী বোঝায়?
উত্তর: কলা বলতে, দক্ষতা, পারদর্শিতা বা কোনো জ্ঞানকে বাস্তবে প্রয়োগ করার কলাকৌশলকে বোঝায় ।
প্রশ্ন-১১. যখন একজন শিল্পী গান পরিবেশন করেন তখন তিনি কোন বিদ্যার অনুশীলন করেন?
উত্তর: যখন একজন শিল্পী গান পরিবেশন করেন তখন তিনি কলা বিদ্যার অনুশীলন করেন।
প্রশ্ন-১২, জটিল বিশ্ব প্রকৃতিকে জানার জন্য মানুষ কীসের সাহায্য গ্রহণ করে?
উত্তর: জটিল বিশ্ব প্রকৃতিকে জানার জন্য মানুষ অনুমানের সাহায্য গ্রহণ করে।
প্রশ্ন-১৩: অনুমানের সত্যতা কীসের ওপর নির্ভর করে?
উত্তর: অনুমানের সত্যতা বাক্যের পদ ও সত্ত্বাসত্যের ওপর নির্ভর করে ।
প্রশ্ন-১৪. ফলিত কলার কাজ কী?
উত্তর: ফলিত কলার কাজ হলো কোনো বিশেষ উদ্দেশ্যে সাধারণ কোনো জ্ঞানকে ব্যবহারিক জীবনে প্রয়োগ করা ।
প্রশ্ন-১৫. ইন্দ্রিয়ের সংযোগের ফলে কোনো বিষয়ের যে জ্ঞান লাভ হয় তার নাম কী? .
উত্তর: ইন্দ্রিয়ের সংযোগের ফলে কোনো বিষয়ের যে জ্ঞান লাভ হয় তার নাম প্রত্যক্ষণ ।
প্রশ্ন-১৬. যুক্তিবিদ্যা কোন ধরনের জ্ঞান নিয়ে আলোচনা করে?
উত্তর: যুক্তিবিদ্যা পরোক্ষ জ্ঞান নিয়ে আলোচনা করে ।
প্রশ্ন-১৭. অনুমান লব্ধ জ্ঞান কেমন হয়?
উত্তর: অনুমান লব্ধ জ্ঞান পরোক্ষ হয়।
প্রশ্ন-১৮. ফলিত কলার কাজের ধরন কী?
উত্তর: ফলিত কলার প্রধান কাজের ধরন হলো হলো ব্যবহারিক বা প্রায়োগিক ।
প্রশ্ন-১৯. যুক্তিবিদ্যার আদর্শ কী?
উত্তর: যুক্তিবিদ্যার আদর্শ হলো সত্য।
প্রশ্ন-২০. কোন যুক্তিবিদের সংজ্ঞায় যুক্তিবিদ্যার তাত্ত্বিক ও ব্যবহারিক দিক ফুটে উঠেছে?
উত্তর: যুক্তিবিদ মিলের সংজ্ঞায় যুক্তিবিদ্যার তাত্ত্বিক ও ব্যবহারিক দিক ফুটে উঠেছে।
প্রশ্ন-২১. অনুমান কী?
উত্তর: বর্তমানের কোনো জানা ঘটনার ভিত্তিতে অতীত বা ভবিষ্যতের কোনো অজানা ঘটনাকে জানার প্রক্রিয়াকে অনুমান বলে ।
প্রশ্ন-২২. বিজ্ঞান হিসেবে যুক্তিবিদ্যা আমাদের কী জ্ঞান দান করে?
উত্তর: বিজ্ঞান হিসেবে যুক্তিবিদ্যা সঠিক চিন্তা পদ্ধতি বা অনুমানের নিয়মাবলি নিরূপণ করে এবং সে বিষয়ে আমাদেরকে জ্ঞান দান করে।
প্রশ্ন-২৩. যুক্তিবিদ্যার মূল আলোচ্য বিষয় কী?
উত্তর: যুক্তি পদ্ধতি বা অনুমান ।
প্রশ্ন-২৪. যুক্তিবিদ্যার উদ্দেশ্য কী?
উত্তর: সত্যকে অর্জন করা ।
প্রশ্ন-২৫. যুক্তিবিদ্যার আলোচ্য বিষয় কী?
উত্তর: অনুমানকে জানতে ও বুঝতে এবং অনুমানের সিদ্ধান্ত স্থাপন করা ।
প্রশ্ন-২৬. যুক্তিবিদ্যা সম্পর্কে জে এস মিলের সংজ্ঞাটি লেখো ।
উত্তর: যুক্তিবিদ্যা হচ্ছে বোধশক্তির যে ক্রিয়াপদ্ধতি সাক্ষ্য বিচারের জন্য অপরিহার্য, তাদের বিজ্ঞান; এটি জ্ঞাত সত্য থেকে অজ্ঞাত সত্যে উপনীত হবার পদ্ধতি এবং তার সহায়ক অন্যান্য বুদ্ধিমূলক ক্রিয়াসমূহ তাদের উভয়ের বিজ্ঞান
প্রশ্ন-২৭. যুক্তিবিদ্যা সম্পর্কে আই এম কপি প্রদত্ত সংজ্ঞাটি লেখো ।
উত্তর: যুক্তিবিদ্যা হচ্ছে বৈধ যুক্তি থেকে অবৈধ যুক্তির পার্থক্য নির্দেশ করার জন্য ব্যবহৃত পদ্ধতি ও নীতিসমূহের একটি বিশিষ্ট বিদ্যা।
প্রশ্ন-২৮. যুক্তিবিদ্যা সম্পর্কে যুক্তিবিদ যোসেফের মত কী?
উত্তর: ‘যুক্তিবিদ্যা হলো চিন্তার বিজ্ঞান ।'
প্রশ্ন-২৯, ‘যুক্তিবিদ্যা হলো যুক্তি পদ্ধতির বিজ্ঞান’– কে বলেছেন?
উত্তর: যুক্তিবিদ জেভন্স ।
প্রশ্ন-৩০. ‘যুক্তিবিদ্যা হলো যুক্তি সংক্রান্ত কলা’” – উক্তিটি কার?
উত্তর: যুক্তিবিদ অলড্রিচের।
৩২, যুক্তিবিদ্যা সম্পর্কে টমসন প্রদত্ত সংজ্ঞাটি কী?
উত্তর: যুক্তিবিদ্যা হলো চিন্তার নিয়মাবলির বিজ্ঞান ।
প্রশ্ন-৩৪, 'যুক্তিবিদ্যা হলো বৈধ চিন্তার নীতিমালা নিয়ন্ত্রণকারী বিজ্ঞান - কে বলেছেন?
উত্তর: যুক্তিবিদ ওয়েলটন।
প্রশ্ন-৩৫, যুক্তিবিদ্যা কী নিয়ন্ত্রণ করে?
উত্তর: বৈধচিস্তার নীতিমালা ।
প্রশ্ন-৩৬, চিন্তা কথাটি কোন প্রক্রিয়ার অংশ?
উত্তর: স্মৃতি, কল্পনা ও অনুমান।
প্রশ্ন-৩৭, যুক্তিবিদ্যা সম্পর্কে হ্যামিলটনের সংজ্ঞাটি লেখো।
উত্তর: 'যুক্তিবিদ্যা হলো চিন্তার আকারগত নিয়মাবলির বিজ্ঞান।
প্রশ্ন-৩৮, আরনল্ড যুক্তিবিদ্যা সম্পর্কে কী বলেছেন?
উত্তর: 'যুক্তিবিদ্যা হলো একটি বিজ্ঞান যা সত্যকে অনুসরণ করার জন্য মানুষের বোধশক্তির ক্রিয়া সম্বন্ধে আলোচনা করে।
প্রশ্ন-৩৯, কোন যুক্তিবিদ সত্যকে অনুসরণ করার কথা বলেছেন?
উত্তর: যুক্তিবিদ আরনল্ড।
প্রশ্ন-৪০, যুক্তিবিদ্যা সম্পর্কে বার্টলেট প্রদত্ত সংজ্ঞাটি কী?
উত্তর: 'নির্ভুল চিন্তা ধারার সাথে সংশ্লিষ্ট রীতিনীতির প্রকৃতি এবং প্রয়োগ সম্পর্কে ধারাবাহিক পর্যালোচনাকেই যুক্তিবিদ্যা বলে।'
প্রশ্ন-৪১, 'যুক্তিবিদ্যা হলো মানব জ্ঞান সম্পর্কিত নিয়মসমূহ নিয়ন্ত্রণকারী বিজ্ঞান'- উক্তিকারী কে?
উত্তর: যুক্তিবিদ ফ্রেডরিক উইবারওয়েগ।
প্রশ্ন-৪২. স্পলডিং যুক্তিবিদ্যা সম্পর্কে কোন সংজ্ঞা প্রদান করেছেন?
উত্তর: ‘যুক্তিবিদ্যা হলো অনুমান বিষয়ক বিজ্ঞান ।
প্রশ্ন-৪৩. যুক্তিবিদ্যার কাজ কী?
উত্তর: সত্যকে অর্জন করার জন্য যুক্তি পদ্ধতির নিয়ম কানুন মেনে চলাই যুক্তিবিদ্যার কাজ ।
প্রশ্ন-৪৪. কোন বিদ্যা সকল কলার মূল কলা?
উত্তর: যুক্তিবিদ্যা সকল কলার মূল কলা ।
প্রশ্ন-৪৫. বিজ্ঞানকে কয় ভাগে ভাগ করা যায়?
উত্তর: দুই ভাগে ভাগ করা যায় ।
প্রশ্ন-৪৬. বর্ণনামূলক বিজ্ঞান কী?
উত্তর: যে বিজ্ঞান কোনো আদর্শের নির্দেশ না করে প্রকৃতিতে ঘটনাবলি ঠিক যেভাবে আছে তেমনি তাদেরকে আলোচনা করে, তাকে বর্ণনামূলক বিজ্ঞান বলে ।
প্রশ্ন-৪৭. আদর্শমূলক বিজ্ঞান কী?
উত্তর: যে বিজ্ঞান নির্দিষ্ট আদর্শের আলোকে কোনো বিষয় বা ঘটনার স্বরূপ আলোচনা করে তাকে আদর্শমূলক বিজ্ঞান বলে ।
প্রশ্ন-৪৮. যুক্তিবিদ্যা কোন ধরনের বিজ্ঞান?
উত্তর: যুক্তিবিদ্যা আদর্শমূলক বিজ্ঞান ।
প্রশ্ন-৪৯, কোন কোন বিজ্ঞানী যুক্তিবিদ্যার ব্যবহারিক দিককে অস্বীকার করেছেন?
উত্তর: হ্যামিলটন, ম্যানসেল, টমসন যুক্তিবিদ্যার ব্যবহারিক দিককে অস্বীকার করেছেন ।
প্রশ্ন-৫০. যুক্তিবিদ কার্ভেথ রীড যুক্তিবিদ্যাকে কী বলেছেন?
উত্তর: যুক্তিবিদ কার্ভেথ রীড বলেছেন- 'যুক্তিবিদ্যার মধ্যে বিজ্ঞান ও কলা উভয় বিভাগেরই গুণাগুণ বর্তমান আছে।'
প্রশ্ন-৫১. মানুষের মাঝে কয়টি গুণ থাকে?
উত্তর: দু'টি গুণ থাকে ।
প্রশ্ন-৫২. মানুষ পদের মৌলিক গুণগুলো কী?
উত্তর: জীববৃত্তি ও বুদ্ধিবৃত্তি ।
প্রশ্ন-৫৩. কোন গুণটি মানুষকে বিশ্বের সেরা জীবের মর্যাদা দিয়েছে?
উত্তর: বুদ্ধিবৃত্তি
প্রশ্ন-৫৪. চিন্তা কোন ধরনের কাজ?
উত্তর: বুদ্ধিবৃত্তিমূলক ।
প্রশ্ন-৫৫. চিন্তা কয় ধরনের হয়?
উত্তর: ৩ ধরনের।
প্রশ্ন-৫৬. মানুষ কয়টি উপায়ে জ্ঞান লাভ করে?
উত্তর: দুইটি উপায়ে ।
প্রশ্ন-৫৭. কীসের মাধ্যমে আমরা সত্যকে জানার চেষ্টা করি?
উত্তর: অনুমান বা যুক্তিপদ্ধতির মাধ্যমে।
প্রশ্ন-৫৮. মনোবিজ্ঞানে চিন্তা বলতে কী বোঝায়?
উত্তর: মনোবিজ্ঞানে চিন্তা বলতে স্মৃতি, কল্পনা, অনুমান প্রভৃতি মানসিক প্রক্রিয়াকে বোঝায় ।
আর্টিকেলের শেষকথাঃ যুক্তিবিদ্যা ১ম পত্র ১ম অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর
আমরা এতক্ষন জেনে নিলাম যুক্তিবিদ্যা ১ম পত্র ১ম অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর । যদি তোমাদের আজকের যুক্তিবিদ্যা ১ম পত্র ১ম অধ্যায় জ্ঞানমূলক প্রশ্ন ও উত্তর পড়াটিটি ভালো লাগে তাহলে ফেসবুক বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে পারো।
khamsa