যুক্তিবিদ্যা কেবল সত্যের বিচার করে
আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে বিষয় হলো যুক্তিবিদ্যা কেবল সত্যের বিচার করে জেনে নিবো। তোমরা যদি পড়াটি ভালো ভাবে নিজের মনের মধ্যে গুছিয়ে নিতে চাও তাহলে অবশ্যই তোমাকে মনযোগ সহকারে পড়তে হবে। চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা জেনে নেই আজকের যুক্তিবিদ্যা কেবল সত্যের বিচার করে । আমাদের গুগল নিউজ ফলো করুন।
যুক্তিবিদ্যা কেবল সত্যের বিচার করে |
যুক্তিবিদ্যা কেবল সত্যের বিচার করে
উত্তর: যুক্তিবিদ্যা আদর্শনিষ্ঠ বিজ্ঞান হওয়ায়, এটি কেবল সত্যের বিচার করে। সত্যের আবিষ্কার করা এর কাজ নয় ।
যুক্তিবিদ মিলের মতে, যুক্তিবিদ্যা কোনো সত্যের প্রত্যক্ষ করে না, তৈরি করে না, এমনকি আবষ্কিারও করে না, কেবল বিচার করে।
“যুক্তিবিদ্যা জ্ঞাত সত্যের ভিত্তিতে নতুন অনুমিত সত্যকে প্রমাণ করতে চায় । এই প্রমাণ কোনো গবেষণাগারের প্রমাণ নয়, যুক্তিবিদ্যার নির্ধারিত নিয়মের প্রমাণ।
অর্থাৎ অনুমান নিয়মানুযায়ী হয়েছে কি না তা দেখাই হচ্ছে অনুমান বা যুক্তির প্রমাণ। এই সাক্ষ্য বিচার ও বোধশক্তির মাধ্যমে নির্ধারিত হয়।
আর্টিকেলের শেষকথাঃ যুক্তিবিদ্যা কেবল সত্যের বিচার করে
আমরা এতক্ষন জেনে নিলাম যুক্তিবিদ্যা কেবল সত্যের বিচার করে । যদি তোমাদের আজকের যুক্তিবিদ্যা কেবল সত্যের বিচার করে পড়াটিটি ভালো লাগে তাহলে ফেসবুক বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে পারো।