হাজ্জাজ বিন ইউসুফ এর পরিচয় দাও
আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে বিষয় হলো হাজ্জাজ বিন ইউসুফ এর পরিচয় দাও জেনে নিবো। তোমরা যদি পড়াটি ভালো ভাবে নিজের মনের মধ্যে গুছিয়ে নিতে চাও তাহলে অবশ্যই তোমাকে মনযোগ সহকারে পড়তে হবে। চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা জেনে নেই আজকের হাজ্জাজ বিন ইউসুফ এর পরিচয় দাও। আমাদের গুগল নিউজ ফলো করুন।
হাজ্জাজ বিন ইউসুফ এর পরিচয় দাও |
হাজ্জাজ বিন ইউসুফ এর পরিচয় দাও
- অথবা, হাজ্জাজ-বিন-ইউসুফ কে ছিলেন?
- অথবা, হাজ্জাজ-বিন-ইউসুফ সম্পর্কে যা জান লিখ।
উত্তর : ভূমিকা : হাজ্জাজ-বিন-ইউসুফ উমাইয়া শাসন আমলের একজন প্রতিনিধি ছিলেন। উমাইয়া শাসন পরিচালনার জন্য তার অবদান ইতিহাসে বিশেষ উল্লেখযোগ্য।
উমাইয়া বংশের অস্তিত্ব রক্ষার ব্যাপারে এবং এর গৌরবার্জনে হাজ্জাজ-বিন-ইউসুফের অবদান ছিল অসামান্য।
১. পরিচয় : হাজ্জাজ-বিন-ইউসুফ হেজাজ প্রদেশের তায়েফের অধিবাসী ছিলেন। ৬৬১ খ্রি. তিনি জন্মগ্রহণ করেন। প্রথম জীবনে তিনি বিদ্যালয়ে শিক্ষকতা করতেন।
খলিফা আব্দুল মালিক হাজ্জাজ বিন ইউসুফকে নিজ দরবারে চাকরিতে নিযুক্ত করেন।
২. শাসক ও সেনাপতি পদ লাভ : খলিফা আব্দুল মালিক আব্দুল্লাহ বিন যুবায়েরকে দমন করার জন্য হাজ্জাজকে মক্কায় প্রেরণ করেন । ৬৯২ সালে আব্দুল্লাহ বিন যুবায়ের আরাফাতের যুদ্ধে হাজ্জাজের হাতে পরাজিত ও নিহত হন।
এরপর হাজ্জাজ ইরাকের শাসনকর্তা নিযুক্ত হন। অতঃপর উমাইয়া সাম্রাজ্যের পূর্বাঞ্চলের বিদ্রোহ দমনের জন্য আব্দুল মালিক হাজ্জাজকে পূর্বাঞ্চালীয় শাসনকর্তা নিযুক্ত করেন।
৩. বিজেতা হিসেবে : হাজ্জাজ কেবল বিদ্রোহ কমন করেনি, তার নেতৃত্বে মুহালাব ও কুতায়বা এশিয়া দখল করেন। তার নির্দেশে তার জামাতা মুহাম্মদ বিন কাশিম ৭১২ সালে সিন্ধু জয় করেন। ৪. চরিত্র ও কৃতিত্ব :
(ক) নিষ্ঠুর শাসক : ইসলামের ইতিহাসে হাজ্জাজ নিষ্ঠুর শাসক ছিলেন। তাকে ইতিহাসে 'নরহত্যার কসাই' বলা হয়।
(খ) শিল্প ও অর্থনৈতিক উন্নয়ন : প্রদেশসমূহে শান্তি স্থাপনের পর হাজ্জাজ অর্থনৈতিক উন্নয়নে মনোনিবেশ করেন। রাজস্ব বৃদ্ধির জন্য তিনি প্রজাদের ওপর কিছু নতুন কর ও খাজনা ধার্য করেন। ফলে রাষ্ট্রের আয় বৃদ্ধি পায়।
(গ) আরবি ভাষার উৎকর্ষ সাধন : সাধারণ মানুষ যাতে কুরআন শরীফ শুদ্ধভাবে পড়তে পারে সে জন্য হাজ্জাজ আরবি ভাষায় হরকত ও নোকতার প্রচলন করেন।
উপসংহার : পরিশেষে বলা যায় যে, উমাইয়া খেলাফতে মালিক ও ওয়ালিদের আমলে যেসব শাসনতান্ত্রিক ও প্রশাসনিক স্থিতিশীলতা যা কিছু গৌরবের ও উল্লেখযোগ্য তার অধিকাংশই হাজ্জাজ বিন ইউসুফের অবদান। ইতিহাসে যে হাজ্জাজকে নরহত্যার কসাই বলা হয়, তার শাসনতান্ত্রিক নিয়ম নীতির কাছে তা প্রায় ম্লান হয়ে যায় ।
আর্টিকেলের শেষকথাঃ হাজ্জাজ বিন ইউসুফ এর পরিচয় দাও
আমরা এতক্ষন জেনে নিলাম হাজ্জাজ বিন ইউসুফ এর পরিচয় দাও। যদি তোমাদের আজকের হাজ্জাজ বিন ইউসুফ এর পরিচয় দাও পড়াটিটি ভালো লাগে তাহলে ফেসবুক বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে পারো।