ব্রিটিশ ক্যাবিনেট কি | ব্রিটিশ কেবিনেট কাকে বলে
আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে বিষয় হলো ব্রিটিশ ক্যাবিনেট কি | ব্রিটিশ কেবিনেট কাকে বলে জেনে নিবো। তোমরা যদি পড়াটি ভালো ভাবে নিজের মনের মধ্যে গুছিয়ে নিতে চাও তাহলে অবশ্যই তোমাকে মনযোগ সহকারে পড়তে হবে। চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা জেনে নেই আজকের ব্রিটিশ ক্যাবিনেট কি | ব্রিটিশ কেবিনেট কাকে বলে। আমাদের গুগল নিউজ ফলো করুন।
ব্রিটিশ ক্যাবিনেট কি | ব্রিটিশ কেবিনেট কাকে বলে |
ব্রিটিশ ক্যাবিনেট কি | ব্রিটিশ কেবিনেট কাকে বলে
- অথবা, ব্রিটিশ কেবিনেট বলতে কী বুঝ?
উত্তর : ব্রিটিশ কেবিনেট : কেবিনেট হলো ব্রিটিশ শাসনব্যবস্থার বর্তমান কেন্দ্রবিন্দু। তাই কেবিনেটকে ব্রিটিশ শাসনব্যবস্থার ও রাজনীতির মস্তিষ্ক বলে আখ্যায়িত করা হয়।
ব্রিটিশ কেবিনেটকে কেন্দ্র করে সমগ্র প্রশাসনব্যবস্থা আবর্তিত হয় এবং আইন ও শাসন বিভাগের মধ্যে সংযোগ রক্ষিত হয়। অন্যভাবে বলা যায়, কেবিনেটই হচ্ছে ব্রিটিশ শাসন যন্ত্রের মূল চালিকাশক্তি। কেবিনেটের কাজ নীতিনির্ধারণ করা ।
প্রামাণ্য সংজ্ঞা : বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানী তাদের স্ব-স্ব দৃষ্টিকোণ থেকে কেবিনেটের সংজ্ঞা প্রদান করেছেন। নিম্নে তাদের দেওয়া কতিপয় সংজ্ঞাগুলো দেওয়া হলো :
বেজহটের মতে, “কেবিনেট হলো একটি বন্ধনী চিহ্ন বা কোমর বন্ধের মতো, যা শাসন বিভাগ ও আইন বিভাগের মধ্যে যোগসূত্র স্থাপন করে।”
রাষ্ট্রবিজ্ঞানী ম্যায়িয়েটের মতে, “কেবিনেট হচ্ছে এমন একটি বিন্দু যাকে কেন্দ্র করে সমগ্র রাষ্ট্রযন্ত্র ঘুরছে।”
র্যামজে ম্যুরের মতে, “কেবিনেট হলো ত্ৰিপ্ৰস্থ কব্জা যা কার্যকারিতার জন্য রাজা বা রানি লর্ডসভা ও কমন্সসভাকে যুক্ত করে।” রাষ্ট্রবিজ্ঞানী 'লাওয়েলের মতে, “কেবিনেট হলো রাজনৈতিক মিলানের কেন্দ্র প্রস্তর।
জেনিংস-এর মতে, "Cabinet is the core of the british constitution."
উপসংহার : পরিশেষে বলা যায় যে, কেবিনেট হলো পার্লামেন্টারি শাসনব্যবস্থার প্রকৃত পরিষদ সংস্থা।
আর্টিকেলের শেষকথাঃ ব্রিটিশ ক্যাবিনেট কি | ব্রিটিশ কেবিনেট কাকে বলে
আমরা এতক্ষন জেনে নিলাম ব্রিটিশ ক্যাবিনেট কি | ব্রিটিশ কেবিনেট কাকে বলে। যদি তোমাদের আজকের ব্রিটিশ ক্যাবিনেট কি | ব্রিটিশ কেবিনেট কাকে বলে পড়াটিটি ভালো লাগে তাহলে ফেসবুক বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে পারো।