বহুদলীয় ব্যবস্থা বলতে কি বুঝায় | বহুদলীয় ব্যবস্থা কি
আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে বিষয় হলো বহুদলীয় ব্যবস্থা বলতে কি বুঝায় | বহুদলীয় ব্যবস্থা কি জেনে নিবো। তোমরা যদি পড়াটি ভালো ভাবে নিজের মনের মধ্যে গুছিয়ে নিতে চাও তাহলে অবশ্যই তোমাকে মনযোগ সহকারে পড়তে হবে। চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা জেনে নেই আজকের বহুদলীয় ব্যবস্থা বলতে কি বুঝায় | বহুদলীয় ব্যবস্থা কি। আমাদের গুগল নিউজ ফলো করুন।.
বহুদলীয় ব্যবস্থা বলতে কি বুঝায় | বহুদলীয় ব্যবস্থা কি |
বহুদলীয় ব্যবস্থা বলতে কি বুঝায় | বহুদলীয় ব্যবস্থা কি
- অথবা, বহুদলীয় ব্যবস্থার সংজ্ঞা দাও ।
- অথবা, বহুদলীয় ব্যবস্থা কাকে বলে?
- অথবা, বহুদলীয় ব্যবস্থা বলতে কি বুঝ?
- অথবা, বহুদলীয় ব্যবস্থা বলতে কি বোঝায়?
উত্তর : ভূমিকা : বর্তমান গণতান্ত্রিক শাসনব্যবস্থায় রাজনৈতিক দল অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাজনৈতিক দলকে কেন্দ্র করে রাষ্ট্রীয় কার্যকলাপ আবর্তিত হয়।
কার্যত, রাজনৈতিক দল ছাড়া জাতীয় শাসনকার্য পরিচালনা করা সম্ভব হয় না। সংখ্যার ভিত্তিতে দলীয় ব্যবস্থাকে প্রধান তিনটি শ্রেণিতে বিভক্ত করা হয়। তন্মধ্যে বহুদলীয় ব্যবস্থা অন্যতম ।
→ বহুদলীয় ব্যবস্থা : একটি গণতান্ত্রিক রাষ্ট্রে যখন দুটির বেশি দল রাজনৈতিক ক্ষমতা লাভের লড়াইয়ে কার্যকর ভূমিকা পালন করে তখন তাকে বহুদলীয় ব্যবস্থা বলে।
বহুদলীয় ব্যবস্থায় সাধারণত নির্বাচনে কোনো দলই একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারে না।
ফলে নির্বাচনে জয় লাভের জন্য অনেক সময় সমমনা দলগুলোর সমন্বয়ে সম্মিলিতভাবে সরকার গঠিত হয়। ফ্রান্স, ইতালি, ভারত, পাকিস্তান ও বাংলাদেশে এ ব্যবস্থা বিদ্যমান ।
প্রামাণ্য সংজ্ঞা : বিভিন্ন মনীষী বহুদলীয় ব্যবস্থাকে বিভিন্নভাবে সংজ্ঞায়িত করেছেন। নিম্নে উল্লেখযোগ্য কিছু মনীষীদের সংজ্ঞা আলোচনা করা হলো :
According to Hilchnist, "Where there are more than two political parties is called multi-party system." (যেখানে দুটির বেশি রাজনৈতিক দল আছে তাকে বহুদলীয় ব্যবস্থা বলে।),
According to Prof. Laski, "Multe-Party is a system the more satisfactory, the more it is abole to eupneas itself through the antithesis of two inert parties."
উপসংহার : পরিশেষে বলা যায় যে, যে দেশে দুয়ের অধিক রাজনৈতিক দল সক্রিয় থাকে তাকে বহুদলীয় ব্যবস্থা বলা হয়। এ ধরনের দল ব্যবস্থায় একটি দল সরকার গঠন করে এবং অপর দলগুলো সক্রিয় বিরোধী দলের ভূমিকায় অবতীর্ণ হয় ।
আর্টিকেলের শেষকথাঃ বহুদলীয় ব্যবস্থা বলতে কি বুঝায় | বহুদলীয় ব্যবস্থা কি
আমরা এতক্ষন জেনে নিলাম বহুদলীয় ব্যবস্থা বলতে কি বুঝায় | বহুদলীয় ব্যবস্থা কি। যদি তোমাদের আজকের বহুদলীয় ব্যবস্থা বলতে কি বুঝায় | বহুদলীয় ব্যবস্থা কি পড়াটিটি ভালো লাগে তাহলে ফেসবুক বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে পারো।