বিচার বিভাগ বলতে কী বোঝায় | বিচার বিভাগ কি
আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে বিষয় হলো বিচার বিভাগ বলতে কী বোঝায় | বিচার বিভাগ কি জেনে নিবো। তোমরা যদি পড়াটি ভালো ভাবে নিজের মনের মধ্যে গুছিয়ে নিতে চাও তাহলে অবশ্যই তোমাকে মনযোগ সহকারে পড়তে হবে। চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা জেনে নেই আজকের বিচার বিভাগ বলতে কী বোঝায় | বিচার বিভাগ কি। আমাদের গুগল নিউজ ফলো করুন।
বিচার বিভাগ বলতে কী বোঝায় | বিচার বিভাগ কি |
বিচার বিভাগ বলতে কী বোঝায় | বিচার বিভাগ কি
- অথবা, বিচার বিভাগের সংজ্ঞা দাও ।
- অথবা, বিচার বিভাগ কাকে বলে?
- অথবা, বিচার বিভাগ বলতে কী বুঝ?
উত্তর : ভূমিকা : সরকারের তিনটি বিভাগের মধ্যে সর্বশেষ ও সবচেয়ে গুরুত্বপূর্ণ বিভাগ হলো বিচার বিভাগ। সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার দায়িত্ব বিচার বিভাগের উপর ন্যস্ত।
রাষ্ট্রীয় ক্ষমতা প্রয়োগ পরীক্ষা ও নিরীক্ষার দায়িত্ব বিচার বিভাগের উপর ন্যস্ত। শাসনব্যবস্থায় নাগরিক অধিকার ও স্বাধীনতা রক্ষার শ্রেষ্ঠ রক্ষক হলো স্বাধীন বিচার বিভাগ ।
→ বিচার বিভাগের সংজ্ঞা : বিচার বিভাগ সরকারের অন্যান্য বিভাগের ঊর্ধ্বে। অন্যান্য বিভাগের কার্যাবলি সুসভ্যভাবে করার জন্য বিচার বিভাগের গুরুত্ব অপরিসীম।
বিচার বিভাগ আইনের ব্যাখ্যা ও সংবিধানের ব্যাখ্যা প্রদান করে থাকে এবং বিবাদের মীমাংসা করে, তাকে বিচার বিভাগ বলে ।
প্রামাণ্য সংজ্ঞা : বিচার বিভাগ সম্বন্ধে বিভিন্ন তাত্ত্বিক তাদের মতামত ব্যক্ত করেছেন। নিচে তাদের মতামত তুলে ধরা হলো : Lord Bryce বলেছেন, “সরকারের বিচারকার্যে নিযুক্ত ব্যক্তিবর্গের সমষ্টিই হলো বিচার বিভাগ।”
Willoughby বলেন, “বিচার বিভাগ হলো সরকারের ঐ বিভাগ যে বিভাগ অপরাধীদের শাস্তি প্রদান ও নিরপরাধীকে মুক্তি দেয়।”
Prof. Garner-এর দৃষ্টিতে, “বিচার বিভাগ হলো সরকারের অপরিহার্য অঙ্গ যার অস্তিত্ব ব্যতীত সভ্য রাষ্ট্র কল্পনা করা যায় না।”
Prof. laski বলেন, “বিচার বিভাগ হলো যুক্তরাষ্ট্রীয় সংবিধানের অভিভাবক ও চরম ব্যাখ্যা কর্তা। বিচার বিভাগ সংবিধানের ব্যাখ্যা দ্বারা কেন্দ্র ও অঙ্গরাজ্যগুলোর মধ্যে বিবাদ মীমাংসা করে যুক্তরাষ্ট্রীয় আদালত সংবিধানের স্বরূপ বজায় রাখে।”
Prof. Dunning বলেন, “সরকারের গুরুত্বপূর্ণ বিভাগ হলো বিচার বিভাগ যা জনগণের মৌলিক অধিকারের সংরক্ষণ করে এবং এ উদ্দেশ্য বিভিন্ন প্রকার রিট জারি করে।”
উপর্যুক্ত আলোচনায় বলা যায়, বিচার বিভাগ হলো সরকারের সেই বিভাগ যেখানে অপরাধীর শাস্তি ও নিরপরাধ কে মুক্তি ও সংবিধানের ব্যাখ্যা করা হয়।
উপসংহার : পরিশেষে বলা যায় যে, রাষ্ট্রে ন্যায়বিচার, আইনের শাসন জনগণের মৌলিক অধিকার রক্ষায় বিচার বিভাগ প্রধান ভূমিকা রাখে।
তবে বিচার বিভাগে মাধ্যমে ন্যয়বিচার প্রতিষ্ঠা হওয়ার জন্য বিচারকের সততা সদিচ্ছা ও নিরাপত্তার প্রয়োজন হয়ে থাকে। কোনো রাষ্ট্রের নাগরিকের জন্য সভ্য জীবনের কামনায় বিচার বিভাগের গুরুত্ব অপরিসীম।
আর্টিকেলের শেষকথাঃ বিচার বিভাগ বলতে কী বোঝায় | বিচার বিভাগ কি
আমরা এতক্ষন জেনে নিলাম বিচার বিভাগ বলতে কী বোঝায় | বিচার বিভাগ কি। যদি তোমাদের আজকের বিচার বিভাগ বলতে কী বোঝায় | বিচার বিভাগ কি পড়াটিটি ভালো লাগে তাহলে ফেসবুক বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে পারো।