বিধেয়ক কত প্রকার ও কী কী
আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে বিষয় হলো বিধেয়ক কত প্রকার ও কী কী জেনে নিবো। তোমরা যদি পড়াটি ভালো ভাবে নিজের মনের মধ্যে গুছিয়ে নিতে চাও তাহলে অবশ্যই তোমাকে মনযোগ সহকারে পড়তে হবে। চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা জেনে নেই আজকের বিধেয়ক কত প্রকার ও কী কী । আমাদের গুগল নিউজ ফলো করুন।
বিধেয়ক কত প্রকার ও কী কী |
বিধেয়ক কত প্রকার ও কী কী
উত্তর: বিধেয়ের সাথে উদ্দেশ্যের কত প্রকার সম্বন্ধ হতে পারে, এদিকে লক্ষ রেখে যুক্তিবিদ এরিস্টটল (Aristotle) ও পরফিরি (Porphyry) বিধেয়ক কত প্রকার হতে পারে তা নির্ণয় করার চেষ্টা করেন।
এরিস্টটলের মতে, বিধেয়ক চার প্রকার;
যথা- ১. সংজ্ঞা (Definition),
২. জাতি (Genus),
৩. উপলক্ষণ (Proprium) এবং
৪. অবান্তর লক্ষণ (Accidens)।
কিন্তু পরবর্তীতে পরফিরি এরিস্টটল প্রদত্ত শ্রেণিকরণকে সংশোধন করে বিধেয়ককে পাঁচ ভাগে ভাগ করেন এবং পরফিরি প্রদত্ত বিভাগটিই সাধারণত গ্রহণ করা হয়। পরফিরি প্রদত্ত পাঁচ প্রকার বিধেয়ক হলো:
১. জাতি,
২. উপজাতি,
৩. বিভেদক লক্ষণ,
৪. উপলক্ষণ এবং
৫. অবান্তর লক্ষণ।
আর্টিকেলের শেষকথাঃ বিধেয়ক কত প্রকার ও কী কী
আমরা এতক্ষন জেনে নিলাম বিধেয়ক কত প্রকার ও কী কী । যদি তোমাদের আজকের বিধেয়ক কত প্রকার ও কী কী পড়াটিটি ভালো লাগে তাহলে ফেসবুক বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে পারো।