বিচার বিভাগীয় পর্যালোচনা বলতে কি বুঝ
আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে বিষয় হলো বিচার বিভাগীয় পর্যালোচনা বলতে কি বুঝ জেনে নিবো। তোমরা যদি পড়াটি ভালো ভাবে নিজের মনের মধ্যে গুছিয়ে নিতে চাও তাহলে অবশ্যই তোমাকে মনযোগ সহকারে পড়তে হবে। চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা জেনে নেই আজকের বিচার বিভাগীয় পর্যালোচনা বলতে কি বুঝ। আমাদের গুগল নিউজ ফলো করুন।
বিচার বিভাগীয় পর্যালোচনা বলতে কি বুঝ |
বিচার বিভাগীয় পর্যালোচনা বলতে কি বুঝ
- অথবা, বিচার বিভাগীয় পর্যালোচনা কী?
- অথবা, বিচার বিভাগীয় পর্যালোচনার সংজ্ঞা দাও।
- অথবা, বিচার বিভাগীয় পর্যালোচনা কাকে বলে?
উত্তর : ভূমিকা : সরকারের তিনটি বিভাগের মধ্যে বিচার বিভাগের গুরুত্ব অপরিসীম। আইন ও শাসন বিভাগ এর কাজ যথার্থ ও সময়োপযোগী করতে এই দুই বিভাগের ওপর সাংবিধানিকতা বজায় রাখার জন্য বিচার বিভাগীয় পর্যালোচনা করে থাকে।
মূলত সরকার ও রাজনৈতিক নির্বাহী বিভাগের কাজ সাংবিধানিক বৈধতা নির্ধারণ করাই হলো বিচার বিভাগীয় পর্যালোচনা ।
→ বিচার বিভাগীয় পর্যালোচনার সংজ্ঞা : বিচার বিভাগের প্রধান কাজ হলো সাংবিধানিক বিশ্লেষণ বা ব্যাখ্যা। সুতরাং সাংবিধানিক পন্থার উপর বিচার বিভাগের ব্যাখ্যা বিশ্লেষণই বিচার বিভাগীয় পর্যালোচনা বলে ।
অন্যভাবে বলা যায়, আইন বিভাগ বা শাসন বিভাগ কর্তৃক কোনো আদেশ নির্দেশ শাসনতন্ত্রের ধারণার সাথে অসংগতিপূর্ণ মনে হলে সে আইন বা আদেশ বাতিল করার ক্ষমতা বিচার বিভাগের হাতে থাকে তাকে বিচার বিভাগীয় পর্যালোচনা বলে ।
প্রামাণ্য সংজ্ঞা : বিচার বিভাগীয় পর্যালোচনা সম্বন্ধে বিভিন্ন তাত্ত্বিক তাদের মতামত দিয়েছেন। নিচে তাদের মতামত তুলে ধরা হলো :
Dimock & Dimock বলেন, “আদালতের সামনে উপস্থিত বিষয়াদি, আইন সংক্রান্ত বিধিবিধান এবং নির্বাহী ও প্রশাসনিক কার্যাদি পরীক্ষা করার মাধ্যমে সেগুলো লিখিত সংবিধান দ্বারা নিষিদ্ধ কি-না অথবা সেগুলো সংবিধান অনুমোদিত ক্ষমতার অতিরিক্ত কি-না তা নির্ধারণ করার অর্থই হলো বিচার বিভাগীয় পর্যালোচনা ।
"An Encyclopedia of International Sociology" গ্রন্থে বলা হয়েছে, “বিচার বিভাগীয় পর্যালোচনা হচ্ছে এমন এক পদ্ধতি যাতে কোনো বিচার বিভাগীয় সংস্থা দেশের জাতীয় আইনসভা তার প্রধান রাজনৈতিক নির্বাহী কর্মকর্তার দ্বারা গৃহীত কার্যব্যবস্থায় সাংবিধানিকভাবে বৈধতা নির্ধারণ করে।”
A. C. Kapoor বলেন, “বিচার বিভাগীয় পর্যালোচনা তাকেই বুঝায় যখন এটি শাসন তন্ত্রের সাথে সামঞ্জস্যপূর্ণ কোনো আইন বাতিল বা অবৈধ ঘোষণা করতে পারে।”
সুতরাং বিচার বিভাগীয় পর্যালোচনা হলো আইন ও শাসন বিভাগের ওপর বিচার বিভাগের প্রভাব ও সাংবিধানিক কার্যক্রম আরোপ করতে পারে।
উপসংহার : উপর্যুক্ত আলোচনায় বলা যায় যে, বিচার বিভাগীয় পর্যালোচনা, যেমন-ন্যায়বিচার, আইনের বৈধতা দান, নাগরিক অধিকার প্রতিষ্ঠায় ভূমিকা রাখছে।
আবার কখনও কখনও আইন বিভাগ ও শাসন বিভাগের ওপর খবরদারি করছে, ফলে ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি লঙ্ঘিত হচ্ছে, তবে বিচার বিভাগীয় পর্যালোচনায় আরও সচেতন হওয়া আবশ্যক।
আর্টিকেলের শেষকথাঃ বিচার বিভাগীয় পর্যালোচনা বলতে কি বুঝ
আমরা এতক্ষন জেনে নিলাম বিচার বিভাগীয় পর্যালোচনা বলতে কি বুঝ। যদি তোমাদের আজকের বিচার বিভাগীয় পর্যালোচনা বলতে কি বুঝ পড়াটিটি ভালো লাগে তাহলে ফেসবুক বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে পারো।