একদলীয় ব্যবস্থা বলতে কি বুঝ | একদলীয় ব্যবস্থা কি
আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে বিষয় হলো একদলীয় ব্যবস্থা বলতে কি বুঝ | একদলীয় ব্যবস্থা কি জেনে নিবো। তোমরা যদি পড়াটি ভালো ভাবে নিজের মনের মধ্যে গুছিয়ে নিতে চাও তাহলে অবশ্যই তোমাকে মনযোগ সহকারে পড়তে হবে। চলো শিক্ষার্থী বন্ধুরা আমরা জেনে নেই আজকের একদলীয় ব্যবস্থা বলতে কি বুঝ | একদলীয় ব্যবস্থা কি। আমাদের গুগল নিউজ ফলো করুন।.
একদলীয় ব্যবস্থা বলতে কি বুঝ | একদলীয় ব্যবস্থা কি |
একদলীয় ব্যবস্থা বলতে কি বুঝ | একদলীয় ব্যবস্থা কি
- অথবা, একদলীয় ব্যবস্থা কাকে বলে?
- অথবা, একদলীয় ব্যবস্থার সংজ্ঞা দাও ।
- অথবা, একদলীয় ব্যবস্থা বলতে কী বুঝ?
উত্তর : ভূমিকা : বর্তমান গণতান্ত্রিক শাসনব্যবস্থায় রাজনৈতিক দল অপরিহার্য । রাজনৈতিক দলকে কেন্দ্র করে রাষ্ট্রীয় কার্যকলাপ আবর্তিত হয়। সংখ্যার ভিত্তিতে দলীয় ব্যবস্থাকে তিন ভাগে ভাগ করা যায়। তন্মধ্যে একদলীয় ব্যবস্থা অন্যতম।।
একদলীয় ব্যবস্থা : একদলীয় ব্যবস্থা হলো দলীয় ব্যবস্থার প্রথম রূপ। একদলীয় ব্যবস্থায় একটি মাত্র দলের অস্তিত্ব থাকে। কোনো দেশে যখন সাংবিধানিকভাবে একটি মাত্র রাজনৈতিক দল থাকে তখন তাকে একদলীয় ব্যবস্থা বলে।
একদলীয় ব্যবস্থায় ক্ষমতাসীন দল ব্যতীত অন্যসকল দলকে নিষিদ্ধ করা হয়। দলীয় শৃঙ্খলা ও নিয়মানুবর্তিতা কঠোরভাবে অনুসরণ করা হয়। একদলীয় ব্যবস্থার উদাহরণ হলো জার্মানিতে হিটলারের নাৎসীদল ও ইতালিতে মুসোলিনীর নেতৃত্বে ফ্যাসিবাদী দল।
প্রামাণ্য সংজ্ঞা : বিভিন্ন মনীষী একদলীয় ব্যবস্থাকে বিভিন্নভাবে সংজ্ঞায়িত করেছেন। যেমন-
According to Gilchrist, "One party system implies single party in a country banner other parties." ( কোনো দেশের একটিমাত্র দল এবং অন্যান্য দল নিষিদ্ধ থাকলে তাকে একদলীয় ব্যবস্থা বলে।)
According to Mussoline. "One party system in a party which entirely government a nation in fact entirely new to history, there are no possible references of parallels." (একদলীয় ব্যবস্থা হচ্ছে যেখানে নতুন কোনো ইতিহাসকে সম্ভাব্য অন্যান্য দল থাকবে না, যেখানে একটি জাতি একটি মাত্র সরকার গঠন করবে।)
উপসংহার : পরিশেষে বলা যায় যে, একদলীয় ব্যবস্থা হচ্ছে এমন একটি ব্যবস্থা যেখানে একটি মাত্র দলের অস্তিত্ব স্বীকৃত থাকে। ক্ষমতাসীন ব্যতীত অন্যান্য দল সম্পূর্ণরূপে নিষিদ্ধ ।
আর্টিকেলের শেষকথাঃ একদলীয় ব্যবস্থা বলতে কি বুঝ | একদলীয় ব্যবস্থা কি
আমরা এতক্ষন জেনে নিলাম একদলীয় ব্যবস্থা বলতে কি বুঝ | একদলীয় ব্যবস্থা কি। যদি তোমাদের আজকের একদলীয় ব্যবস্থা বলতে কি বুঝ | একদলীয় ব্যবস্থা কি পড়াটিটি ভালো লাগে তাহলে ফেসবুক বন্ধুদের মাঝে শেয়ার করে দিতে পারো।